দীপান্বিতা সাধুখাঁ :
শুক্রবার সকাল ৮টা থেকে ১০টার মধ্যে উড়িষ্যার পুরীর ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। যার ফলে ঘূর্ণিঝড় ‘ফোনি’ কিছুটা হলেও শক্তি হারিয়ে ফেলেছে। আবহাওয়া দফতর সূত্রের খবর কলকাতা থেকে ৩৭০কিমি ও দিঘা থেকে ২৭০কিমি দূরে রয়েছে ‘ফোনি’। ঘূর্ণিঝড় ‘ফোনি’ ক্রমাগত উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে। আবহাওয়া দফতর সূত্রের খবর, পশ্চিমবঙ্গের ওপর ‘ফোনির’ গতিবেগ থাকতে পারে ৯০-১০০এর মধ্যে। শুক্রবার সন্ধ্যের পর কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আছড়ে পড়তে পারে ‘ফোনি’। সন্ধের পর ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।