দীপান্বিতা সাধুখাঁ :

মেঘলা আকাশ সঙ্গে দু এক পশলা বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। কলকাতার আকাশ সকাল থেকেই মেঘে ঢাকা। এর জেরেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বৃহস্পতিবার সকালে কলকাতার সর্বোচ্চ আর্দ্রতার পরিমান ৯১ শতাংশ, সর্বনিম্ন ৪৮ শতাংশ। আকাশে মেঘের পরিমান ৮৮ শতাংশ। এর জেরেই হালকা বৃষ্টি হতে পারে।
এদিন শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা বেড়েছে। ২৬ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি বেশি।
বৃষ্টি হলেও এখন ধীরে ধীরে তাপমাত্রা বাড়বে। পূর্বাভাস অনুসারে চলতি সপ্তাহে কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রির কাছাকাছি। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৪ ডিগ্রির কাছাকাছি। তাপমাত্রা বিশেষভাবে বাড়তে পারে উপকূলবর্তী জেলায়। উত্তরবঙ্গের কিছু জেলাতেও তাপমাত্রা বাড়বে। আবার কিছু অঞ্চলে তাপমাত্রা স্বাভাবিকের নিচেই থাকবে।