নীল দিগন্ত, নীল পালক (দ্যা ব্লু ফেদার রাইটার্স ক্লাব) ও পালকি প্রকাশনীর প্রচেষ্টায় গত ৩১ অগাস্ট অবনীন্দ্রনাথ সভাঘরে হয়ে গেল এক সংবর্ধনা সভা। পালকি প্রকাশনীর কর্ণধার অর্ণব সান্যালের তত্ত্বাবধানে অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের এই সভায় সংবর্ধনা দেওয়া হয় বিশিষ্ট সাংবাদিক ও ক্যাম্পেন কলিং মিডিয়ার কার্যনির্বাহী সম্পাদক ভজন গঙ্গোপাধ্যায়, কবি স্বপন বিশ্বাস, কবি পঙ্কজ চট্টোপাধ্যায়, কবি অমিতাভ মিত্র, কবি পরাণ মাজি ও চিত্র শিল্পী চারুকে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি অমিতাভ মিত্র, কবি অঞ্জন মজুমদার, কবি শম্পা রায় সহ বিশিষ্ট জনেরা। এদিনের এই অনুষ্ঠান থেকে ‘উর্ণা’ নামে একটি কবিতার বই প্রকাশিত হয়।
উল্লেখ্য, দুস্থ কবি ও লেখকদের পাশে দাঁড়িয়েছে ‘পালকি প্রকাশনী’। মূলত বর্তমানে যারা কবিতা লেখেন অথচ প্রকাশ করার মত অর্থনৈতিক ক্ষমতা নেই, তাঁদের হয়েই কাজ করছে পালকি প্রকাশনী। এমনকি পালকি প্রকাশনীর তরফে তাঁদের বইও প্রকাশ করা হচ্ছে। বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে যাওয়াই মূল উদ্দেশ্য এই প্রকাশনা সংস্থার।