ওয়েব ডেস্ক :

মঙ্গলবারই জানানো হয়েছিল কংগ্রেসে যোগ দেওয়ার প্রবল সম্ভাবনা বলিউড স্টার ঊর্মিলা মাতন্ডকারের। বুধবার দুপুরে কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর সঙ্গে বৈঠকের পর কংগ্রেসের তরফে একটি ছবি ট্যুইট করা হয়। রাহুল গান্ধীর হাত থেকে ফুলের তোড়া নিতে দেখা যায় অভিনেত্রীকে।
এদিন ঊর্মিলা বলেন,‘সক্রিয় রাজনীতিতে এই আমার প্রথম পদক্ষেপ। আমি এমন পরিবার থেকে এসেছি যেখানে আমার চিন্তা ভাবনা গড়ে উঠেছে মহাত্মা গান্ধী, জওহারলাল নেহরু এবং সর্দার পটেলের নীতিবোধে। আমার পরিবারের সবাই পড়াশোনার সঙ্গে যুক্ত। একমাত্র আমিই সিনেমা জগতে আসি। কিন্তু ছোট থেকেই আমি সামাজিকভাবে সচেতন।’
তিনি আরো বলেন, সাধারণ মানুষ ভাবেন ছবির জগতের কেউ রাজনীতিতে এলে তিনি গ্ল্যামার দিয়ে মন জয় করতে চান। কিন্তু অন্তত তাঁর ক্ষেত্রে সেই ধারণা থেকে জনগণকে দূরে থাকতে বললেন ঊর্মিলা।