Rajib Ghosh– রাজ্যের 2021 এর বিধানসভা নির্বাচনের লড়াই জমজমাট হয়ে উঠেছে। প্রায় প্রতিদিনই রাজনৈতিক প্রেক্ষাপটের পরিবর্তন হচ্ছে। সবুজ ছেড়ে গেরুয়া শিবিরে নাম লেখানো শুধু করেছেন বহু MP, MLA, Leader-রা। সবচেয়ে বেশি সমস্যায় TMC যখন নির্বাচনের রণকৌশন তৈরি করার কথা ঠিক তখন দলের নির্ভরযোগ্য নেতারা BJP-তে যোগদান করছেন। ক্রমাগত দলে ভাঙন অব্যাহত রয়েছে। অন্যদিকে বিধানসভা নির্বাচনে মমতার সংখ্যালঘু ভোট ব্যাংক রয়েছে যার অধিকাংশ TMC-র দখলে সেই ভোটব্যাংকে থাবা বসানোর জন্য ইতিমধ্যেই একটি নতুন দল গঠিত হয়েছে। ফুরফুরা শরীফের পীরজাদা আব্বাস সিদ্দিকী দীর্ঘদিন ধরে তার অনুগামীদের নিয়ে রাজনৈতিক দল তৈরি করার জন্য সক্রিয় হয়েছেন। তারমধ্যে MIM নেতা আসাদউদ্দিন ওয়াইসির সঙ্গে বৈঠক করেছেন তিনি। বিহারে MIM-এর সাফল্যের পর বাংলায় তারা নির্বাচনী লড়াইয়ে নামতে প্রস্তুত হচ্ছে। সেই লক্ষ্যে আব্বাস সিদ্দিকীর সঙ্গে আলোচনা করেন আসাদউদ্দিন ওয়াইসির। তারপরেই আব্বাস সিদ্দিকী নিজের নতুন দল ঘোষণা করেন। দলের নাম Indian Secular Front রাজ্যের শাসক দল TMC-র সঙ্গে আব্বাস সিদ্দিকীর দূরত্ব বেড়ে গিয়েছে। এরমধ্যে প্রবীণ Congress নেতা আব্দুল মান্নান এর সঙ্গে আব্বাসের আলোচনা হয়েছে। শীর্ষ বামপন্থী নেতার সঙ্গেও আব্বাসের বৈঠক হয়েছে বলে জানা গিয়েছে। বাম কংগ্রেসের জোট এর বিরুদ্ধে সেরকম ভাবে আক্রমণ করতে দেখা যায়নি আব্বাসকে। অন্যদিকে BJP-র বিরুদ্ধে সরব হওয়ার সঙ্গে সঙ্গেই TMC-র উদ্দেশ্য আক্রমণ করেছেন তিনি। সূত্রের খবর, আব্বাস সিদ্দিকীর দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বাংলায় 45 থেকে 50 টি আসনে প্রার্থী দিতে পারে। অন্যান্য দলের সঙ্গে জোট হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই বিষয়ে তিনি এখনো পর্যন্ত কিছু জানাননি। TMC-র অভিযোগ, BJP-র সুবিধা করার জন্য এই দলটি তৈরি হয়েছে। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বিধানসভা নির্বাচনে আব্বাস সিদ্দিকীর দল TMC-র সংখ্যালঘু ভোটে ভাগ বসাতে পারে বলে মনে করা হচ্ছে। আর সেটা হলে নির্বাচনে TMC-কে সমস্যার সম্মুখীন হতে হবে। তবে ফুরফুরা শরীফের পীরজাদা ত্বহা সিদ্দিকী আব্বাস সিদ্দিকীর এই দল গঠনের তীব্র নিন্দা করেছেন। এখন দেখার বিষয়, বিধানসভা নির্বাচনে সংখ্যালঘু ভোটের অধিকাংশটাই তৃণমূলের পক্ষে থাকে কিনা।