ডেবরার মানুষের আশা ভরসা নিয়ে বিজেপি জিতবে। আমি আশাবাদী এখানকার মানুষ আগেও বিজেপির ওপর আস্থা রেখেছে। এবারও ডেবরার মানুষ বিজেপিকে জেতানোর জন্য সমর্থন করবে। এই কথা বললেন বিজেপি নেত্রী এবং ডেবরার প্রার্থী ভারতী ঘোষ। তিনি এদিন ডেবরায় বিজেপির কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, মানুষ সিদ্ধান্ত নিয়েছে এবার বিজেপিকে ক্ষমতায় আনবে। তার বিরুদ্ধে আইপিএস হুমায়ুন কবীর তৃণমূলের প্রার্থী হয়েছেন। সেই প্রসঙ্গে ভারতী বলেন, কেউ একজন তো উল্টো দিকে থাকবেই। আইপিএস হন আর বিপিএস। যখন তিনি তৃণমূলের প্রার্থী হয়েছেন তখন দুর্নীতি তোলাবাজ কাটমানি সন্ত্রাস অত্যাচারের প্রতীক। যিনি তৃণমূলের প্রার্থী হয়ে আসবেন তার মানে তিনি সন্ত্রাসের প্রতীক বেকারত্বের প্রতীক কাটমানির প্রতীক। মুখ্যমন্ত্রী নিজেকে বড় হিন্দু প্রমাণ করার চেষ্টা করছেন। তিনি চন্ডী পাঠ করতে গিয়ে ভুল মন্ত্র বলছেন। সরস্বতী পূজোর মন্ত্র ভুল বলছেন। উনি কি সবাই জানেন। যে দুধের গরু দের জন্য ওনার স্নেহ সেই দুধের গরু রা কিছু করবে না। আমার উল্টোদিকে যিনি দাঁড়িয়েছেন তিনি একটি সিনেমা করেছেন তাতে গুজরাটের দাঙ্গা দেখানো হয়েছে। কেন পশ্চিমবঙ্গের তৃণমূলের আমলে কোনো দাঙ্গা হয়নি? ধুলাগর তেলিনিপাড়ার ঘটনা কি মানুষ ভুলে গিয়েছে? এরপরে তিনি যাতে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারেন তাই মামলা করা হয়েছে বলে অভিযোগ করেন। তবে সুপ্রিম কোর্ট তার গ্রেপ্তারি তে স্থগিতাদেশ দিয়েছে বলে জানান তিনি। তৃণমূলের বাংলার নিজের মেয়েকে চায় প্রসঙ্গে ভারতী বলেন, বাংলার সমস্ত মেয়েরাই দুর্নীতি মুক্ত বাংলা চায়। কাটমানি মুক্ত বাংলা চায়। আর উনি বাংলার মেয়ে নন পিসি। তৃণমূলকে আক্রমণ করে বললেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ।
Sign in
                            Welcome! Log into your account
                            
                            
                            
                            Forgot your password? Get help
                            
                            
                            
                            
                        Password recovery
                            Recover your password
                            
                            
                            A password will be e-mailed to you.
                        
			










