Rajib Ghosh– কয়লা, গরু,বালি পাচার নিয়ে সক্রিয় হয়ে উঠেছে সিবিআই। এদিন গরু পাচারে অভিযুক্ত বসিরহাটের বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি করেন CBI Officer-রা। বারিক বিশ্বাসের ভাই গোলাম বারিক বিশ্বাস TMC-র উত্তর 24 পরগনা জেলা পরিষদের শিল্প ও সড়ক কর্মাধ্যক্ষ। তার বাড়িতেও CBI অফিসার রা হানা দিয়েছে বলে জানা গিয়েছে। বারিক বিশ্বাসের চোরাকারবার শুরু হয় CPIM- এর জমানায়। 2008 সালের পঞ্চায়েত নির্বাচনে CPIM-এর হার হওয়ার পর বারিক ক্রমশ TMC-র ঘনিষ্ঠ হয়। 2013 সালের নির্বাচনে জেলা পরিষদে তার ভাইকে প্রার্থী করে TMC বারিকের ভাই তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ হওয়ায় পুলিশ প্রশাসনকে ব্যবহার করতেন বারিক। CBI সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশের সীমান্ত দিয়ে গরু পাচারের মূল ছিলেন এই বারিক। তিনি গরু পাচার ছাড়াও সোনা, আগ্নেয়াস্ত্র, মাদকসহ বিভিন্ন অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। এছাড়াও CBI অফিসার রা কয়লা এবং গরু পাচারের তদন্ত করতে গিয়ে যুব তৃণমূল সাধারণ সম্পাদক বিনয় মিশ্রর বাড়িতে এবং অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছে। তার ভাই বিকাশ মিশ্র কে জেরা করা হলেও বিনয়কে জেরা করার উদ্দেশ্যে CBI হানা দেয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। এরপরেই সিবিআইয়ের বিশেষ আদালত বিনয় মিশ্রর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বিনয় মিশ্র Youth TMC রাজ্য কমিটির অন্যতম General Secretary কিছুদিন ধরেই BJP নেতা শুভেন্দু অধিকারী একাধিক জনসভা থেকে বিনয় মিশ্র, লালা সহ কয়লা, গরু এবং বালি পাচারের সঙ্গে যুক্ত একাধিক ব্যক্তিদের নাম তুলছিলেন। বিনয় মিশ্র তৃণমূলের নেতা হওয়ায় তৃণমূল ভবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায় তার যাতায়াত ছিল। সূত্রের খবর অনুযায়ী, প্রভাবশালী ব্যক্তিদের কাছে পাচারকারীদের টাকা পাঠানোর সেতু ছিলেন বিনয়। ফলে নির্বাচনের আগে CBI TMC-র দুই নেতার বাড়িতে হানা দেওয়ায় দলের পক্ষে যথেষ্ট সমস্যা হলো বলেই মনে করছে রাজনৈতিক মহল।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.