Rajib Ghosh– দীনেশ ত্রিবেদী স্বচ্ছ ভাবমূর্তির মানুষ। এরকম মানুষ তৃণমূলে প্রাধান্য পায় না। তাই তার ইস্তফায় আমি অবাক নই। ভালো মানুষদের পরামর্শ নিয়ে কাজ করার মতো পরিস্থিতি তৃণমূলে নেই। আরো বড় মাপের অনেকেই তৃণমূল কংগ্রেস ছাড়বেন। দীনেশ ত্রিবেদীর সাংসদ পদ থেকে ইস্তফা এবং দল ছাড়ার সিদ্ধান্ত প্রসঙ্গে এই কথা বললেন বিজেপি নেতা রাজীব বন্দ্যোপাধ্যায়। রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন দীনেশ ত্রিবেদী। তারপর তাকে BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, BJP-র কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়, ব্যারাকপুরের MP অর্জুন সিং স্বাগত জানান। এবার দীনেশ ত্রিবেদীর এই সিদ্ধান্ত প্রসঙ্গে তাকে স্বাগত জানান রাজীব। তার কথায়, যার আত্মসম্মানবোধ রয়েছে তিনি TMC-তে থাকতে পারবেন না। তার সিদ্ধান্তকে স্বাগত জানাই। মানুষের জন্য কাজ করতে গেলে তাকে একটি রাজনৈতিক দল বেছে নিতে হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে বিজেপি ছাড়া মানুষের জন্য ভালোভাবে কাজ করার মত কোন দল নেই। রাজীব বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে অমিত শাহের হাত ধরে BJP-তে যোগদান করেন। তিনিও দীর্ঘদিন ধরেই TMC-র বিরুদ্ধে একাধিক অভিযোগ করেছিলেন।