মোদীজীর ব্রিগেডে রোদের হাত থেকে বাঁচানোর জন্য প্যান্ডেল করা হয়েছে। খাতির করে লোক আনা হয়েছে। সেই উচ্ছাস ও উদ্দীপনা ছিল বলে মনে হয়নি। এই কথা বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন ব্রিগেডের সমাবেশে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বক্তব্য রাখেন। সেখানে তিনি তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেসের জোটকেও আক্রমণ করেন। সেই প্রসঙ্গে অধীর আরো বলেন, সস্তায় জলসা দেখার মতো মনে হয়েছে। বাম কংগ্রেসের ব্রিগেডে যেভাবে উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে মানুষেরা এসেছিল সেটা এখানে দেখা যায়নি। এতদিন তৃণমূল এবং বিজেপির মধ্যে লড়াই দেখানো হচ্ছিল। তবে এবার তাদের বক্তব্য থেকেই বোঝা যাচ্ছে বাম এবং কংগ্রেসের জোট একটা শক্তি বলে বিবেচিত হচ্ছে। তাই তারা বিভিন্ন সভায় জোট প্রসঙ্গ নিয়ে বলছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কংগ্রেসের কালো হাত ভেঙ্গে দাও গুড়িয়ে দাও একসময় বামেরা বলতো সেই প্রসঙ্গে অধীর বলেন, এটা ঠিক এই শ্লোগান একসময় দেওয়া হতো। তবে রাজনীতিতে চিরশত্রু চির মিত্র বলে কেউ নেই। মোদীর মমতাকে বিরোধিতা প্রসঙ্গে অধীর এর বক্তব্য, আপনারা বলেন কিন্তু করেন না। সিবিআই ঘরে ঢুকলো বেরিয়ে এলো। আমরা বলছি তৃণমূল গরু পাচার কয়লা পাচারের সঙ্গে জড়িত। আপনারা কিছু করেন না। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোতে রাজ্যের অপরাধ সংক্রান্ত তথ্য দেয় না মমতার সরকার। রাজ্যে গরু কয়লা বালি পাচারের সঙ্গে নারী পাচার হচ্ছে। পতিতালয়ে বাঙালি নারীদের দেখা যাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এরপর দেশজুড়ে পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির কথা বলেন তিনি। অধীর বলেন, মোদী আর দিদি একই মুদ্রার এপিঠ আর ওপিঠ। গণতন্ত্র কে সামনে রেখে ক্ষমতায় এসে যারা সুপরিকল্পিতভাবে গণতন্ত্রকে হত্যা করে তারাই হচ্ছেন মোদী তারাই হচ্ছেন দিদি। বিজেপি বাম এবং কংগ্রেস জোট কে আক্রমণ করছেন। তেমনি তৃণমূল বাম এবং কংগ্রেস জোট কে আক্রমণ করছে। তার মানে আগামী দিনে বাম এবং কংগ্রেস জোট নির্ণায়ক শক্তি হতে চলেছে। এই মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী।