Rajib Ghosh– কলকাতা এবং দক্ষিণ 24 পরগনা 2 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারির মধ্যে ফাঁকা করে দেব। তৃণমূল কংগ্রেস কোম্পানি করার জন্য লোক পাওয়া যাবে না। হুঙ্কার দিয়ে বললেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ডুমুরজলা স্টেডিয়ামে BJP-র যোগদান মঞ্চে TMC-র বিরুদ্ধে তীব্র আক্রমণ করলেন শুভেন্দু। তিনি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় এবং আমি লড়াই শুরু করেছিলাম। মানসিকভাবে এক জায়গায় ছিলাম বাংলার জন্য ভালো কাজ করব একসঙ্গে কাজ করব। শুভেন্দু আসার পরে রাজীব এল। বৃত্ত পরিপূর্ণ হল। এদিন বিজেপির ডুমুরজলার কর্মসূচিতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। রাজীব বন্দ্যোপাধ্যায় সহ পাঁচজন গেরুয়া শিবিরে যোগ দেওয়ার পরে এদিনের সভায় মঞ্চে শুভেন্দু বলেন, বিজেপি সরকার ক্ষমতায় এলে আয়ুষ্মান ভারত চালু করা হবে। আমাদের লক্ষ্য দিল্লিতে যে সরকার আছে কলকাতায় সেই সরকার থাকবে। এরপরেই মমতার উদ্দেশ্যে আক্রমণ করে বলেন, পশ্চিমবঙ্গে বাংলাদেশের স্লোগান জয় বাংলা দেওয়া হচ্ছে। নেতাজী বলেছিলেন দিল্লি চলো আর মুখ্যমন্ত্রী বলছেন চারটি রাজধানী করতে হবে। স্বাস্থ্য সাথী কার্ড কে ভোট সাথী কার্ড বলে কটাক্ষ করেন শুভেন্দু। এদিন BJP-তে যোগদানকারীদের মধ্যে ছিলেন TMC-র নেতা এবং প্রবীণ রাজনীতিক বাণী সিংহ রায়। তৃণমূল গঠনের সময় মুকুল রায় যেমন ছিলেন তেমনি বাণী সিংহ রায় ছিলেন বলে জানান শুভেন্দু। উত্তরপাড়ার বিধায়ক প্রবীর ঘোষালের প্রশংসা করেন তিনি। দুই জেলায় তারিখ জানিয়ে TMC ফাঁকা করে দেওয়ার শুভেন্দুর বক্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।