Rajib Ghosh– রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে নিয়ম করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা থেকে শুরু করে বিজেপির শীর্ষস্তরের সমস্ত নেতারা রাজ্যে আসতে শুরু করেছেন। BJP-র পাখির চোখ নবান্ন দখল করা। সেই লক্ষ্যে ইতিমধ্যেই BJP যেমন একদিকে রাজনৈতিক কর্মসূচি আন্দোলন শুরু করেছে পাশাপাশি TMC থেকে বিক্ষুব্ধ MLA,MP, নেতাদের BJP-তে যোগদান করানো হচ্ছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে শক্তিশালী লড়াই দেওয়ার জন্য বিজেপি ইতিমধ্যেই রণনীতি তৈরি করেছে। সেই রণনীতির অঙ্গই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এবং TMC-র সংগঠনের রাজনৈতিকভাবে সমস্যা তৈরি করে বিপর্যস্ত করে তোলা। লোকসভা নির্বাচনে TMC থেকে একাধিক নেতারা ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়ে জয় লাভ করে MP হয়েছেন। অনেকেই দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন। সম্প্রতি বিজেপিতে যোগ দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি যোগ দেওয়ার পর থেকেই প্রত্যেকটি দলীয় কর্মসূচি থেকে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় কে আক্রমণ করে চলেছেন। নির্বাচন যত এগিয়ে আসবে BJP-র শীর্ষ নেতৃত্বের কার্যকলাপ রাজ্যে বৃদ্ধি পাবে। 7 ই ফেব্রুয়ারি রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী হলদিয়ায় একাধিক প্রকল্পের সূচনা করবেন বলে জানা গিয়েছে। এর আগে নেতাজির জন্ম জয়ন্তী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী রাজ্যে এসেছিলেন। তারপর আবার আসছেন মোদি। তবে হলদিয়ায় মোদির কর্মসূচি সরকারি বলেই জানা গিয়েছে। রাজনৈতিক কোনো কর্মসূচি এখনো পর্যন্ত মোদির এই সফরে নেই। তবে হলদিয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এই সভায় তমলুকের MP দিব্যেন্দু অধিকারী কে আমন্ত্রণ জানানো হয়েছে। BJP নেতা শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারীকে হলদিয়ায় এই প্রকল্পের সূচনা অনুষ্ঠানে আমন্ত্রণ জানান পেট্রোলিয়াম মন্ত্রী। মোদির সভায় দিব্যেন্দু কে আমন্ত্রণ জানানো যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।