Rajib Ghosh– বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর গাড়ির ওপর হামলা চালানো হয়েছে। কেষ্টপুরে যখন তিনি সভা করতে যাচ্ছিলেন সেইসময় কেষ্টপুর মাঝের পাড়া এলাকায় স্থানীয় TMC কর্মীরা শুভেন্দুর গাড়ি লক্ষ্য করে কালো পতাকা দেখান। সেই সময় Suvendu-র কনভয় কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে গেলে কালো পতাকার ডান্ডা দিয়ে শুভেন্দুর গাড়ির উপরে হামলা করা হয়। পুলিশের গাড়ির উপরেও সেই ডান্ডা দিয়ে মারা হয়। তবে পুলিশ সেই পরিস্থিতি সঙ্গে সঙ্গে নিয়ন্ত্রণে নিয়ে আসে। BJP-তে যোগদান করার পর থেকেই তিনি TMC-কে বুঝিয়ে দিয়েছেন বিনা যুদ্ধে এক ইঞ্চি জমিও ছেড়ে দেবেন না। প্রত্যেকটি জনসভা থেকে TMC নেত্রী এবং CM মমতা বন্দ্যোপাধ্যায় ও যুব TMC নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আক্রমণ করেন। এদিন ঝাড়গ্রামে দলীয় জনসভা করে তারপর কেষ্ট পুরের উদ্দেশ্যে রওনা দেন Suvendu সভাস্থলের দিকে যাওয়ার সময় তার উপরে আক্রমণ করা হয়। শুভেন্দু অধিকারীর বুলেটপ্রুফ গাড়ি এবং জেড ক্যাটাগরির নিরাপত্তা রয়েছে। তা সত্ত্বেও তার উপরে এদিন হামলা হয়েছে। শুভেন্দু জানান, CPIM-এর আমলেও এখানে দলীয় কর্মসূচি করতে এসেছি। তবে তখন এরকম পরিস্থিতির মুখে পড়তে হয়নি। BJP নেতা সব্যসাচী দত্ত এই হামলার কারণে TMC-কে তীব্র আক্রমণ করেন। এবারের বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন হবে এবং বিজেপি ক্ষমতায় আসবে বলে BJP-র দাবি। সেই লক্ষ্যে ইতিমধ্যেই জোরদার লড়াই শুরু হয়ে গিয়েছে। বিধানসভা নির্বাচনে TMC-BJP কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় তা এখন থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.