বিজেপির সঙ্গে যেন কোনোভাবেই তাল মেলাতে পারছেন না শোভন-বৈশাখী। মুকুল রায়ের সঙ্গে বৈঠক শেষে সমস্যা সমাধানের কথা জানালেও তার কয়েক ঘণ্টার মধ্যে ফের পালটি খেল রাজ্য রাজনীতির এই চর্চিত জুটি। এদিন কলকাতায় নেমেই তিনি বলেন, ‘আমাদের সঙ্গে দলের দূরত্ব তৈরি হয়েছিল, তা মিটে গিয়েছে, এটা ভাববেন না। মুকুল দাকে সবটা বলা আছে। কেউ যদি ভেবে থাকেন সব সমস্যার সমাধান হয়ে গিয়েছে, তাহলে তিনি সত্যের অপলাপ করছেন।’
বেশ কিছুদিন আগেই ঘটা করে বিজেপিতে যোগ দেন দিদির সাধের কানন। তবে, দিল্লিতে শোভন-বৈশাখীর যোগদানের দিনই সেখানে উপস্থিত হন রায়দিঘির বিধায়ক দেবশ্রী রায়ও। আর সেখান থেকেই ঘটনার সূত্রপাত। দেবশ্রী রায় দলে যোগ দিলে তাঁরা যে যোগ দেবেন না তা স্পষ্ট ভাষায় বলে দেন শোভন- বৈশাখী। এরপর থেকেই দলের সঙ্গে দূরত্ব তৈরি হয় শোভন বৈশাখীর। যদিও মুকুল রায়ের সঙ্গে বৈঠকে সমাধানের রাস্তা বের হওয়ার কথা উঠে আসে।তবে, সমাধান যে হয়নি তা আরো একবার স্পষ্ট করে দেন তাঁরা।
দেবশ্রী রায়ের বিজেপিতে যোগদানের বিষয়ে এদিন শোভন বাবু জানান, ‘কে দলে আসবে তা দিলীপ ঘোষ নিশ্চিয় ঠিক করবেন। কিন্তু রায়দিঘির বিধায়ক হিসেবে দেবশ্রী রায় কি করছেন, তা আমি বার বার বলেছি’।