আগামী ৬ই মে বনগাঁ লোকসভা কেন্দ্রে ভোট। তার ঠিক আগেই দুর্ঘটনার কবলে বনগাঁ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। বিজেপি প্রার্থীর মাথা ফেটে গিয়েছে বলে জানা গিয়েছে। তবে, পুরোটাই নাকি পরিকল্পিত চক্রান্ত বলে অভিযোগ করা হয় বিজেপির পক্ষ থেকে।
জানা গিয়েছে, এদিন গাইঘাটার হাঁসপুরে প্রচারে যাচ্ছিলেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর। ঠিক সেই সময়ই উল্টো দিক থেকে একটি পুলিশের স্টিকার লাগানো গাড়ি এসে ধাক্কা মারে বিজেপি প্রার্থীর গাড়িতে। গুরুতর আহত অবস্থায় তাঁকে বনগাঁ হাসপাতালে ভার্তি করা হয়।
বিজেপি কর্মীদের অভিযোগ, পরিকল্পিতভাবেই শান্তনু ঠাকুরের ওপর হামলা করা হয়। এরই প্রতিবাদে হাঁসপুর বাজারে বিজেপি কর্মী সমর্থকেরা অবরোধ করেন। পরে গাইঘাঁটা থানার পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেয় স্থানীয় বাসিন্দারা। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করা হয় তৃণমূলের পক্ষ থেকে।
প্রসঙ্গত উল্লেখ্য, বনগাঁ লোকসভা কেন্দ্রে এবারের লড়াই শুধুমাত্র তৃণমূল ভার্সেস বিজেপি নয়। কারণ এই এলাকার তৃণমূল প্রার্থী মমতাবালা ঠাকুর সম্পর্কে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের জেঠিমা। তাই লড়াইটা যে এখানে হাড্ডাহাড্ডি তা বলাই বাহুল্য। অপরদিকে, রাজনৈতিক মহলের একাংশের দাবি এবারের লোকসভা নির্বাচনে মতুয়া সম্প্রদায়ের ভোট বিশেষ ভূমিকা গ্রহণ করতে পারে।