‘পশ্চিমবঙ্গে আইন কানুন বলে কিছু নেই। এই লড়াইটা এখন বিজেপির সঙ্গে নেই, লড়াইটা হয়ে গেছে তৃণমূলের সঙ্গে জনগনের।’ এমনি দাবি করলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এখানেই থেমে থাকেননি তিনি। তৃণমূলকে একহাত নিয়ে এদিন সায়ন্তন বসু বলেন,’মানুষকে আক্রান্ত করা, রাজনৈতিক কর্মীদের ওপর হামলা করা তৃণমূল কংগ্রেসের নিত্য দিনের ঘটনা। তৃণমূলের যে প্ল্যান সেটা ব্যর্থ হয়েছে। তার ফলে তৃণমূল কংগ্রেসের হিংসা বাড়বে।’ বিদ্যাসাগর কলেজের ঘটনায় সায়ন্তন বসুও এদিন সরাসরি তৃণমূলের দিকে আঙুল তুলে বলেন, ‘তৃণমূলের পরিকল্পিত ওরাই বিদ্যাসাগর এর মূর্তি ভাঙচুর করেছে মমতা ব্যানার্জি মূর্তি ছাড়া সবার মূর্তি ভাঙচুর করতে ওরা রাজি।’