দিলীপ ঘোষ, সোমেন মিত্রের পর এবার রাজীব কুমারের প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এদিন খণ্ডঘোষের বেরুগ্রামে বিজেপি-র এক সভায় উপস্থিত থেকে তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যে রাজীব কুমারকে হত্যা করেননি, তার কি প্রমান আছে।”
এখানেই থেমে থাকেননি তিনি। এদিন মমতার বিরুদ্ধে আক্রমণাত্মক সুরে তিনি বলেন, “রাজীব কুমার হয়তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই রয়েছে অথবা তাঁকে হত্যা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।” এ বিষয়ে এদিন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে তল্লাশি করারও দাবি তোলেন তিনি।
উল্লেখ্য, হাইকোর্টের তরফে রক্ষা কবজ তুলে নেওয়ার পর থেকেই কোনো খোঁজ মিলছে না রাজীব কুমারের। সিবিআইয়ের তরফে বার বার সমন পাঠানো সত্ত্বেও হাজির দিচ্ছেন না তিনি। এই ঘটনার পর থেকেই তৃণমূল সুপ্রিমোকে কটাক্ষ করে চলেছেন বিরোধী শিবির। এর আগে কংগ্রেস নেতা সোমেন মিত্র থেকে শুরু করে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও রাজীব কুমারের খুনের আশঙ্কা প্রকাশ করেন।