‘‘মমতা বন্দ্যোপাধ্যায় গণহত্যার নায়িকা আর অনুব্রত মণ্ডল গণহত্যার নায়ক’’ বীরভূমের মাটিতে পা দিয়ে এভাষাতেই তৃণমূল সুপ্রিমো ও অনুব্রণের বিরুদ্ধে তোপ দাগলেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। এদিন সিউড়িতে বিজেপির অবস্থান মঞ্চে আসেন সৌমিত্র খাঁ। উল্লেখ্য, বীরভূমের পর্যবেক্ষক হিসেবেই এদিন তিনি এখানে আসেন। সেখান থেকেই দলীয় কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘জেলায় কোনও ঘটনা ঘটলেই জেলার সব বুথে একসঙ্গে আন্দোলনে নামতে হবে। যাতে পুলিশ দিয়েও তা থামানো না যায়।’’ অনুব্রত মণ্ডলের গড়ে দাড়িঁয়ে এদিন বিষ্ণুপুরের সাংসদ বলেন, ‘‘জেলার সাড়ে সাতশো বুথে তিন হাজার পুলিশ দিয়ে আন্দোলনের মকাবিলা যাতে না করা যায়।’’
বীরভূমের বিজেপি কর্মীদের চাঙা করতে এদিন তিনি আরও বলেন, যে সব পুলিশ কর্মীরা তাঁদের বিপক্ষে নয়। এমনকি থানার ওসি-দের ব্লক সভাপতি বলেও কটাক্ষ করেন তিনি। আক্রমণাত্মক সুরে এদিন তিনি আরও বলেন, ‘‘সিভিকদের মিথ্যে তথ্যের ভিত্তিতে বিজেপি কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হচ্ছে।’’
এদিন বেশ আত্মবিশ্বাসের সুরে বিষ্ণুপুরের সাংসদ দাবি করেন, বিধানসভা নির্বাচনের আগে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। তখন সব পুলিশ নিরপেক্ষভাবে কাজ করবেন বলেও জানান তিনি।