‘‘যীশুক্রিস্টের বাণী, ভগবান এদের মঙ্গল করুক, এরা জানে না এরা কি ভুল করছে!’’ কাদের উদ্দেশ্যে এমন বার্তা দিলেন বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত? এদিন বিধাননগর কলেজের এক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধাননগরের এই প্রাক্তন মেয়র। অভিযোগ, তিনি কলেজে ঢোকার আগেই সেখান থেকে ফ্লেক্স গুলো সরিয়ে দেওয়া হয়। এরপরিপ্রেক্ষিতে এদিন সব্যসাচী দত্ত জানান, ‘‘আমি কি পদে আছি সেটা বড়ো কথা নয়। বিধাননগর কলেজে গন্ডগোল আমি মেনে নেব না। শেষ পর্যন্ত চেষ্টা করবো, শরীরের রক্তবিন্দু দিতে হলেও দিতে রাজি আছি।’’
বিধাননগর মেয়র পদ থেকে পদত্যাগ করার পরেই তৃণমূলের বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে চলেছেন সব্যসাচী দত্ত। তবে এবারেও কি তাঁর নিশানায় রাজ্যের শাসক দলই?
প্রেসিডেন্সি কলেজের মতো বিধাননগর কলেজকেও স্বশাসিত বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দাবি তুললে বিধাননগরের প্রাক্তন মেয়র সব্যসাচী দত্ত। এর আগে এই কলেজ কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে ছিল, তবে বেশ কিছু বছর আগে তা বারাসত বিশ্ববিদ্যালয়ের অধীনে চলে আসে। এরপর থেকেই বিধাননগর কলেজকে স্বশাসিত বিশ্ববিদ্যালয়ে পরিণত করার দাবি তোলেন সব্যসাচী বাবুরা। এবিষয়ে নাকি রাজ্য সরকারকে বহুবার বলেছেন, কিন্তু তাতেও কোনও কাজ হয়নি বলেও দাবি করেন বিধাননগরের প্রাক্তন মেয়র।
প্রসঙ্গত,এদিন বিধাননগর কলেজের পড়ুয়ারা সব্যসাচী দত্তের মুখোশ পরে তাঁকে স্বাগত জানান কলেজে। যা দেখে রীতিমতো আপ্লুত বিধাননগরের এই প্রাক্তন মেয়র। তিনি জানান, ‘‘এই কলেজের প্রাক্তন ও বর্তমান পড়ুয়ারা সমাজের খুব এলিট জায়গা থেকেই আসে। খুব ভালো পড়াশুনায় হলেই এই কলেজে তাঁরা ভর্তি হতে পারে। তাঁরা আমাকে এভাবে গ্রহণ করছে দেখে আমি অভিভূত।’’