ভাই সব্যসাচীর পুজো উদ্বোধনে এবারে হাজির স্বয়ং দাদা মুকুল। আর তাতেই আরও একবার জল্পনা উস্কে গেল রাজনৈতিক মহলে। তাহলে কি দাদার হাত ধরে এবারে পাকাপাকি পদ্ম শিবিরে যোগ দিতে চলেছেন ভাই? শুধু তাই নয়, বিধাননগরের প্রাক্তন মেয়রের পুজোতে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষও। শুধুমাত্র যে দিলীপ ঘোষ ও মুকুল রায়ের উপস্থিতি যে এই ইঙ্গিত দিচ্ছে তা একেবারেই নয়। তিনি যে বিজেপি শিবিরে যোগ দিতে চলেছেন তার আরও একটি ইঙ্গিত দিল পুজো মণ্ডপও। এবারে তাঁর পুজো মণ্ডপে ছিল বিশেষ আকর্ষণ। মণ্ডপের মাথাতে দেখা মেলে এক বিশাল পদ্মফুলের। আর তাতেই ঘোর জল্পনা শুরু হয় রাজনৈতিক মহলে। এবারে কি শুধুমাত্র সময়ের অপেক্ষা সব্যসাচীর হাতে পদ্ম ফুল ফোঁটার?
উল্লেখ্য, সব্যসাচী দত্তকে নিয়ে এর আগেও বহু জল্পনার শুরু হয়। লোকসভা ভোটের আগে ভাইয়ের বাড়িতে লুচি-আলুর দমের আসরে যোগ দিতে আসেন দাদা মুকুল রায়। আর সেখান থেকেই জল্পনার সূত্রপাত। তবে, বিজেপিতে যোগদানের কথা বারবারই এড়িয়ে গেছেন দাদা ও ভাই।
নিজের মুখে স্বীকার না করলেও, তবে দিন যতই এগিয়েছে জল্পনাও ততই ঘনিয়ে এসেছে। দলের সঙ্গে দূরত্ব বেড়েই চলে বিধাননগরের মেয়রের। বিধাননগরের মেয়র পদ থেকে সরে দাঁড়ানো ও বিদ্যুৎ ভবনের অভিযানকে কেন্দ্র করে তা আরও সুস্পষ্ট হয়ে যায়। সূত্রের খবর, বিদ্যুৎ ভবনের অভিযানকে কেন্দ্র করে দলের অন্দরেও ক্ষোভের সৃষ্টি হয়।
তবে, এদিনের গণেশ পুজো উদ্বোধনের অনুষ্ঠানেও বিজেপিতে যোগদানের বিষয়ে ‘স্পিকটি নট’-এর ভূমিকা নেন দাদা ও ভাই। এবিষয়ে মুখে কুলুপ আটেন রাজ্য বিজেপি সভাপতিও।