‘মূর্তিটি কলেজের ভেতরে একটি তালা বন্ধ ঘরে রাখা ছিল। বিজেপির ছেলেরা ঘরে ঢুকলো না, তালা ভাঙলো না, টহলের প্রশ্ন হলো মূর্তি ভাঙলো কে’ রাজ্যের শেষ দফা নির্বাচনের আগে তৃণমূল সরকারকে কার্যত এভাষাতেই আক্রমণ করলেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রন্তিদেব সেনগুপ্ত। বিদ্যাসাগর কলেজের ঘটনায় সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আনার দাবি করলেন রন্তিদেব সেনগুপ্ত। যখনই সিসিটিভির প্রসঙ্গ আনা হয় তখনই কেন তা বন্ধ থাকার কথা বলা হয় বলেও প্রশ্ন তোলেন তিনি।
এদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে ২১শে জুলাইয়ের প্রসঙ্গ টেনে আনলেন তিনি। রন্তিদেব বাবু এদিন বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রাজনীতি গুলো পুরনো। আমি ওকে ১৯৮৪ সাল থেকে দেখেছি। ২১ শে জুলাইয়ের মেয়ো রোডে প্রথম পুলিশের ওপর আক্রমণ হয় মদন মিত্রের নেতৃত্বেই। এরপরেই বিশৃঙ্খলার সৃষ্টি হয়। পুলিশ গুলি চালায়।’
এমনকি বিধানসভা ভাঙচুরের প্রসঙ্গও এদিন তুলে আনেন রন্তিদেব সেনগুপ্ত। বরাবরই প্রচারের আলোয় থাকতে চান মমতা বন্দ্যোপাধ্যায়, তাই এই ধরণের ঘটনা করেন বলেও কটাক্ষ করেন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
রন্তিদেব সেনগুপ্তের পুরো ভিডিওটি দেখতে ক্লিক করুন ভিডিওতে