ভোটের পর থেকেই দল বদলের পালা চলছে সারা বাংলা জুড়ে।এর মধ্যেই আবার বিজেপির কাছে বড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস। সেই ধাক্কার রেস কংগ্রেসেও পরলো। শুক্রবার আইটিসি সোনার বাংলা হোটেলের তৃণমূল ও কংগেসের আলাদা দুটি শ্রমিক সংগঠনের (আইএনটিইউসি ও আইএনটিটিইউসি) সমস্ত সদস্য যোগ দিল গেরুয়া শিবিরে। তার ফলে কার্যত ওই হোটেলের তৃণমূল ও কংগ্রেসের শ্রমিক সংগঠন দুটি ভেঙে গেল। গেরুয়া রঙ প্রকাশিত হল শহরের নাম করা হোটেল আইটিসি সোনার বাংলায়। বিজেপির দাপুটে শ্রমিক নেতা রাকেশ সিংহের নেতৃতে গোটা কর্মকান্ড হয়েছে।
রাকেশ সিংহ এদিন জানান, তৃণমূল কংগ্রেসর আইএনটিটিইউসি ও কংগ্রেসের আইএনটিইউসি ছেড়ে এদিন বিআমএস-এ যোগ দিচ্ছেন প্রায় সাড়ে ছ’শো শ্রমিক। কিন্তু এভাবে রাতারাতি কংগ্রেস ও তৃণমূল ছেড়ে দলে দলে শ্রমিকেরা বিজেপিতে যোগ দিচ্ছেন কেন? এর উত্তরে রাকেশ সিংহ বলেন ওই দুই সংগঠন নামেই শ্রমিক সংগঠন ছিল। গরিব শ্রমিকদের সুখ-দুঃখের পাশে দাঁড়ায়নি ইউনিয়ানের নেতারা। শুধু ক্ষমতা প্রয়োগ করে সুবিধা নিয়েছে শাসক দল ও কংগ্রেস। তাই আজ নিশ্চিহ্ন হয়ে গেল তৃণমূল ও কংগ্রেস।
আইটিসি সোনার হোটেলের তৃণমূল শ্রমিক সংগঠনটি দেখতেন মলয় ঘটক। তিনি একজন মন্ত্রী থাকা সত্তেও সংগঠনের শেষ অবস্তা। জন্মাষ্টমীর শুভদিনে দাপুটে নেতা রাকেশ সিংহের এইরূপ অভিযান তৃণমূল শ্রমিক সংগঠনের উচ্চ নেতৃত্বের মুখেই ঝামা ঘষে দিয়ে বুঝিয়ে দিল তৃণমূল কংগ্রেসের সময় শেষ হয়ে যাচ্ছে । শাসক দলের মেরুদণ্ড ভেঙ্গে পড়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই।