দলীয় কর্মীদের আটকের প্রতিবাদে বোলপুরে বিজেপি কর্মী সমর্থকদের ধর্ণা। শনিবার সেই ধর্ণা মঞ্চ তুলে দেয় পুলিশ। গ্রেপ্তার করা হয় বিজেপির জেলা সভাপতি শ্যামাপদ মণ্ডল সহ কমপক্ষে ২০০ জন বিজেপি কর্মী। বিক্ষুব্ধ বিজেপি কর্মীরা এরপর পুলিশ সুপারের অফিসের সামনে থেকে মিছিল শুরু করে। মিছিল সিউড়ি বাস স্ট্যান্ডে পৌঁছালে সেখানেই রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মী সমর্থকেরা।
এদিনের এই অবরোধে উপস্থিত হন বিজেপি নেতা রাজু ব্যানার্জী। জেলা পুলিশ সুপার সুবিমল পাল ও ডেপুটি ম্যাজিস্ট্রেটের সঙ্গে সেখানে উপস্থিত হয় বিশাল পুলিশ বাহিনী। পথ অবরোধ না তোলায় বিজেপি কর্মীদের চরম সতর্কতাও দেওয়া হয়। অবিলম্বে পথ অবরোধ না তুললে আইনি পদক্ষেপ নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়, নামানো হয় জলকামানও। অবশেষে পুলিশের তরফে আশ্বাস দেওয়া হয় গ্রেফতার হওয়া বিজেপি কর্মীদের বিকেলের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া হবে।
এরপরেই ঘণ্টা খানেক অবরোধের পর বিক্ষোভ তুলে নেন বিজেপি কর্মীরা।তবে, পথ অবরোধ তুলে নিলেও রাজু বন্দ্যোপাধ্যায় জানান, বিকেলের মধ্যে নিঃশর্ত মুক্তি দেওয়া না হলে পুরো বীরভূম অচল করে দেওয়া হবে।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.