‘দিদিকে বলো’ প্রসঙ্গে এবারের সরাসরি তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিঁধলেন বিজেপির জনজাগরণ কমিটির সেক্রেটারি রাজু ব্যানার্জী। এদিন ক্যাম্পেন কলিং মিডিয়ায় একান্স সাক্ষাৎকারে তিনি বলেন, ‘‘দিদিকে বলোতে এখানকার কেউ ফোন করেনি। ফোন করেছে পাকিস্থানের প্রধানমন্ত্রী। আর তিনি বলছেন দিদি আমাকে বাঁচাও।’’
উল্লেখ্য, লোকসভা নির্বাচনে বিজেপির এই উত্থানের পর থেকেই বহু তৃণমূল কর্মী ও নেতা নেত্রীরাও বিজেপিতে যোগ দিচ্ছেন। এমনকি হেভিওয়েট নেতা তথা প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী মুখোপাধ্যায় যোগ দেন বিজেপিতে। তবে, এর ফলে কি বিজেপিতে গোষ্ঠীকোন্দল হতে পারে? এপ্রশ্নের উত্তরে রাজু ব্যানার্জী বলেন, ‘‘গোষ্ঠীদ্বন্দ্বের পি.এইচ.ডি তৃণমূল কংগ্রেস করে বসে আছে। আমাদের ফোকাস আলাদা। কোনও ব্যক্তি আমাদের ফোকাস নয়।’’
এমনকি পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় হিটলারি শাসন ব্যবস্থা চালাচ্ছেন বলেও মন্তব্য করেন। পাশাপাশি তাঁর দাবি, পশ্চিমবঙ্গের মানুষজন সব সুযোগ সুবিধা পাচ্ছেন না। সব কিছু থেকেই তাঁরা বঞ্চিত থাকছেন বলেও মন্তব্য করেন তিনি। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক তথ্য না জেনে মিথ্যে কথা বলেন বলেও দাবি করেন তিনি।
এখানেই থেমে থাকেননি তিনি। এরাজ্যে একটাও কর্মসংস্থান নেই বলেও দাবি করেন তিনি। এরাজ্যে নতুন করে কোনও কারখানা না হলে কর্মসংস্থান কি করে হবে এবিষয়েও প্রশ্ন তোলে তিনি?
এছাড়াও আরও অনেক বিষয়ে রাজ্য সরকার তথা তৃণমূল সুপ্রিমোকে একহাত নিলেন রাজু ব্যানার্জী।