মধুকল্পিতা চৌধুরী দাস :
‘বাংলায় বিজেপি যেভাবে বিস্তার করছে তাতে মুখ্যমন্ত্রীর মাথাটা ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে’ কার্যত এভাষাতেই এদিন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একহাত নিলেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল।
বীরভূমে নির্বাচন চলাকালীন অনুব্রত মণ্ডলকে নজরবন্দী রাখার নির্দেশ দেওয়া হয় নির্বাচন কমিশনের তরফে। এ সম্পর্কে বিজেপি নেত্রী বলেন, ‘এটা একটা লজ্জার জিনিস। আপনি আইন মানেন না। নির্বাচন কমিশনের নির্দেশ মেনে চলা উচিত। কিন্তু আপনি দেখাচ্ছেন এরাজ্যে আইন বলে কিছু নেই। কারণ আমাদের ওপর হাত আছে কার? মমতা বন্দ্যোপাধ্যায়ের।’
এদিন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে তিনি আরও বলেন, ‘উনি সব কিছুই জানেন। জেনে শুনে উনি চোখ বন্ধ করে আছেন। এই সব যা হচ্ছে সবই ওনার ইশারায় হচ্ছে, উনি করাচ্ছেন।’
লোকসভা নির্বাচনের দামাম বাজার পর থেকেই এরাজ্যে যতগুলো সভা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার মধ্যে বেশিরভাগ সভাতেই তিনি ধর্ম নিয়ে বেশ কিছু কথা বলেছেন। তবে, আমরা যদি একটু পেছনে ফিরে তাকাই তাহলে চিত্রটা একেবারেই অন্যরকম। দুর্গাপুজোর বিসর্জন ও মহরম একসঙ্গে পরায় বিসর্জনের দিন পিছিয়ে দেওয়া হয়েছিল রাজ্য সরকারের তরফে। সে সময় রাজ্যের শাসক দলের তরফে বিস্তারিত ভাবে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। কিন্তু বেশ কিছুদিন যাবৎ রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখে ‘বিজেপি হিন্দু ধর্মের’ এই কথা প্রায়ই শুনতে পাচ্ছেন রাজ্যের মানুষ। এবিষয়ে বিজেপি নেত্রীর দাবি, ‘বিজেপি যদি হিন্দু ধর্মের হয়, তাহলে তৃণমূল কি ইসলাম ধর্মের?’