Rajib Ghosh– একসময় তৃণমূল এবং বিজেপির জোটে আরামবাগ, খানাকুল, পুড়শুড়ায় তৎকালীন সময়ে পরিবর্তনের যে সূচনা হয়েছিল সেই কৃতিত্বের ভাগীদার হবো না। 2009 সাল পর্যন্ত বিরোধী রাজনৈতিক দল তখন এই এলাকায় 80 ভাগ বুথে এজেন্ট দিতে পারত না। 2010 সালের পৌরসভার নির্বাচনে একদিকে তারকেশ্বর, আরামবাগ, রামজীবনপুর, ক্ষীরপাই সংলগ্ন এলাকায় সেই সময়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য যদি কেউ এসে কাজ করে থাকেন তার নাম শুভেন্দু অধিকারী। আরামবাগে শোভাযাত্রা শেষে বক্তব্যে বলেন BJP নেতা শুভেন্দু অধিকারী। তার কথায়, প্লেয়ার পুরনো, মাঠ চেনা, ঝান্ডা নতুন, প্রতীক হচ্ছে পদ্মফুল। শুভেন্দুর প্রশ্ন, 2011 সালে লড়াই করে যে পরিবর্তন আনা হয়েছে সেখানে কি সঠিক পরিবর্তন পেয়েছেন? কেউ চাকরি পাননি। যদিও বা ছোট ছোট চাকরি কেউ পেয়েছেন তার জন্য মোটা টাকা ঘুষ দিতে হয়েছে। আর TMC-র নেতাদের আত্মীয়-স্বজনরা সমস্ত ভালো ভালো চাকরিতে যোগ দিয়েছেন। এর পরেই সিঙ্গুরের ক্ষতি করার জন্য Mamata-র বিরুদ্ধে অভিযোগ করেন। রাজ্যে এখনও পর্যন্ত কোনো শিল্প তৈরি হয়নি। সেই কারণে ইতিমধ্যেই সিঙ্গুরে পদ্ম ফুল ফুটেছে বলে জানান Suvendu এদিন আরামবাগে BJP-র শোভাযাত্রার আয়োজন করা হয়। সেই মিছিলে উপস্থিত ছিলেন শুভেন্দু অধিকারী, সায়ন্তন বসু সহ অন্যান্য নেতৃবৃন্দ। মিছিল শেষে শুভেন্দু বক্তব্যে বলেন, কেন্দ্রীয় সরকারের সমস্ত প্রকল্পের নাম বদল করে এখানে রাজ্য সরকার চালাচ্ছে। সমস্ত নদী-নালা কেটে এই এলাকায় বালি পাচার করা হচ্ছে। তৃণমূল মানে এখন এনামুল। লাল চুল কানের দুল তার নাম যুব তৃণমূল। এদের পরিষ্কার করতে হবে। TMC এখন কোম্পানি হয়ে গেছে। এখন দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে স্বাস্থ্য সাথীর কার্ড দিচ্ছে। কেউ স্বাস্থ্য সাথীর সুবিধা পাচ্ছে না। আর হাসপাতাল নার্সিং হোম গুলোকে বলছে এই তিনমাস ফেরাবে না। আর ভোট চলে যাওয়ার পরে বুড়ো আঙ্গুল দেখাবে। এদিন বক্তব্যে কলকাতার মধ্যে সবথেকে বেশি মন্ত্রীরা রয়েছেন বলে অভিযোগ তার।