পেশায় তিনি বিঞ্গানের অধ্যাপক। তবে, লেখালেখির প্রতি ঝোঁক আগাগোড়া থেকেই। তিনি ড. শীর্ষেন্দু মুখার্জী। তাঁর লেখা প্রথম কিশোর উপন্যাস ‘পাথরে জোনাক জ্বলে’। সাড়ম্বড়ে কলকাতা প্রেস ক্লাবে ড. শীর্ষেন্দু মুখার্জীর প্রথম উপন্যাসের আত্মপ্রকাশ হয় গত ২১শে এপ্রিল। এদিন প্রেস ক্লাবের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট চিত্র পরিচালক হরনাথ চক্রবর্তী, পাণ্ডব গোয়েন্দার শ্রষ্টা ষষ্টিপদ চট্টোপাধ্যায়।
ড. শীর্ষেন্দু মুখার্জীর প্রথম উপন্যাস নিয়ে ক্যাম্পেন কলিং মিডিয়ায় জমজমাট আলোচনা। দেখুন ভিডিও।