ওয়েব ডেস্ক :

শিলিগুড়িতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা ঘিরে একপ্রকার ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছে প্রশাসন ও বিজেপি নেতৃত্বের। এদিন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি অভিজিৎ রায় চৌধুরী সাংবাদিক সম্মেলন করে বলেন, ‘বাংলার শাসক দল তৃণমূল নানাভাবে প্রশাসনকে ব্যবহার করে সভা করার অনুমতি বাতিল করছে। বাংলায় গণতন্ত্র বিপন্ন। বিরোধী রাজনৈতিক দলকে প্রচার করার ক্ষেত্রে সমস্যা তৈরি করছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস’।

আগামী এপ্রিল মাসে এরাজ্যে প্রচারে আসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শিলিগুড়ি শহর লাগোয়া বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি মাঠ পরিদর্শন করেন বিজেপি নেতৃত্ব। এরপর জেলা শাসক ও পুলিশ প্রশাসনের কাছে সভা করার অনুমতি চাওয়া হয়। অভিজিৎ রায় চৌধুরীর অভিযোগ, ‘প্রতিটি মাঠের ক্ষেত্রেই প্রশাসন অনুমতি দিতে টালবাহানা করছেন।’

সবশেষে শিলিগুড়ি মেট্রোপলিটন‌ পুলিশের অন্তর্গত এনজিপি থানা এলাকার কাওয়াখালীতে এস.জে.ডি-এর জমিতে জনসভা করার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পুলিশ, প্রশাসন সেই মাঠেও জনসভা করার অনুমতিও বাতিল করে দেয় বলে অভিযোগ করেন বিজেপির দার্জিলিং জেলা সভাপতি।