এবারে মনোজ বর্মার বিরুদ্ধে খুনের অভিযোগ আনলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। বুধবার শ্যামবাজারের ধর্ণা মঞ্চ থেকে ব্যারাকপুরের পুলিশ কমিশনার মনোজ বর্মার বিরুদ্ধে তাঁকে খুন করার অভিযোগ আনেন অর্জুন সিং। শুধুমাত্র ব্যারাকপুরে সাংসদ নয়, এদিনের ধর্ণা মঞ্চে অর্জুন সিংকে পাশে বসিয়ে বিজেপি নেতা মুকুল রায় অভিযোগ করেন, তাঁকে অর্জুন সিংকে ও রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গীকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।
উল্লেখ্য, সন্দেশখালির ন্যাজেটে নিহত বিজেপি কর্মীদের বিচারের দাবিতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে ধর্ণায় বসেন রাজ্য বিজেপি নেতৃত্ব। বুধবার সেই মঞ্চে একসঙ্গে উপস্থিত হন বিজেপি নেতা মুকুল রায়, রাজ্য বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী ও ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং।
ধর্ণা মঞ্চে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন, ‘‘আমাকে, দিলীপকে ও কৈ‌লাশজিকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে।’’ এমনকি বিজেপির সমস্ত বড় ও মাঝারি নেতাদের বিরুদ্ধে এই চক্রান্ত করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
এদিনের ধর্ণা মঞ্চে মাথায় ব্যান্ডেজ নিয়েই হাজির হন অর্জুন সিং। ব্যারাকপুরের সাংসদের দাবি, ‘‘আমাকে অনেকে বলছেন, আপনি কেন সিপির বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগ আনছেন? আমি বলছি শুনুন আমায় সেদিন মারার সময়ে মনোজ বর্মা বলেছিলেন, কিষেণজিকে মেরে দিয়েছি। তোমায় মারতে দুমিনিট লাগবে না।’’
যদিও তৃণমূল নেতাদের দাবি, সাংসদ বাবা আর বিধায়ক পুত্র মিলেই ব্যারাকপুরে অশান্তি করছে।