ওয়েব ডেস্ক : –

মমতার বিরুদ্ধে নির্বাচনী বিধিভঙ্গের অভিযোগ তুলে নির্বাচন কমিশনের দারস্থ হন মুকুল রায়। শনিবার শহরে এসেছেন অতিরিক্ত মুখ্য জাতীয় নির্বাচন কমিশনার সুদীপ জৈন। তিনি রাজ্যের সব কটি রাজনৈতিক দলের সঙ্গে এদিন বৈঠক করেছেন। সেই বৈঠকে বিজেপির হয়ে হাজির ছিলেন বিজেপি নেতা মুকুল রায়। সেখানেই মুকুল রায় মমতার একটি অডিও টেপ জমা দেন। তার দাবি নির্বাচন পক্রীয়া চলাকালিন মুখ্যমন্ত্রী রাজ্যের পুলিশকে নির্বাচনী নির্দেশ দিচ্ছেন। যা মুখ্যমন্ত্রী কখনই পারেন না বলে জানান মুকুল রায়। পুলিশের উপর মুখ্যমন্ত্রীর এই চাপ নির্বাচনী আচরনবিধীকে পুরোপুরি ভঙ্গ করেছে। তাই নির্বাচন কমিশন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহন করুক বলে সুদীপ জৈনের কাছে দাবি জানিয়েছেন মুকুল রায়। এছাড়াও রাজ্যের নির্বাচনী সন্ত্রাসের চিত্র এদিন সুদীপ জৈনের কাছে তুলে ধরেন মুকুল রায়।