বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে এবারে তৃণমূলকে এক হাত নিল বিজেপি নেতা মুকুল রায়। এদিন সাংবাদিক বৈঠক করে তিনি জানান, ‘যে ছেলেটির হাত ভেঙে গেছিল বলে বলা হয়েছে, তাঁর হাত তিন দিন আগেই ভেঙে গেছিল।’
তৃণমূলকে রীতিমতো আক্রমণের সুরে তিনি আরো বলেন যে, মানুষের জনপ্লাবনে ভয় পেয়ে গেছিল তাঁরা। তাই বাংলায় এই ঘৃণ্য ও অপরাধমূলক ষড়যন্ত্র তৃণমূল করেছে বলেও দাবি করেন তিনি।
রীতিমতো চ্যালেঞ্জের সুরে এদিন মুকুল রায় বলেন, ‘আমার বিরুদ্ধে একটা অভিযোগও প্রমান করতে পারলে রাজনীতি ছেড়ে দেব।’
উল্লেখ্য, বিদ্যাসাগর কলেজে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলছেই। যদিও, মুকুল রায়ের এই সাংবাদিক বৈঠকের পর তৃণমূলের তরফে কি প্রতিক্রিয়া আসে এখন সেটাই দেখার বিষয়।