শনিবার একাধিক দাবি নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের দফতরে গিয়েছিল বিজেপি-র প্রতিনিধি দল। নির্বাচন কমিশনের আধিকারিকদের সঙ্গে দেখা করে বেরনোর পর ডায়মন্ড হারবার কাণ্ড নিয়েও মুখ খোলেন মুকুল। ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী নীলাঞ্জন রায়ের বিরুদ্ধে এক নাবালিকাকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। ফলতা থানায় দায়ের করা সেই অভিযোগ যায় শিশু সুরক্ষা কমিশনে। তারাও নীলাঞ্জনকে গ্রেফতারের সুপারিশ করে। এ দিন মুকুল বলেন, “এটা একটা ষড়যন্ত্র। প্রসূন ভৌমিক কে? তৃণমূলের হয়ে প্রচার করছে।” এখানেই থামেননি মুকুল। ডায়মন্ড হারবারের তৃণমূল প্রার্থী যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর নাম না করে মুকুল বলেন, “যিনি ওখানে তৃণমূল প্রার্থী, তিনি দল চালান। প্রভাবশালী ব্যক্তি। তৃণমূল এরকম ঘৃণ্য ষড়যন্ত্র করছে।শনিবার বিজেপি নেতা মুকুল রায় বলেন, “কোর্ট খুললেই ডিএম এবং এসপি-র বিরুদ্ধে মানহানির মামলা করা হবে।”
বেআইনি কাজ করার জন্য এসপি ও ডিএম-এর বিরুদ্ধে মামলা হওয়া উচিত।” বৃহস্পতিবার সারা রাত নাটক চলে পিংলায়। ভারতী ঘোষের গাড়িতে বিপুল পরিমাণ নগদ আছে, এই অভিযোগে আটক করা হয় গাড়ি।
কমিশনের বিরুদ্ধে এ দিন পক্ষপাতের অভিযোগ তোলে বিজেপি। সরাসরি মুকুল বলেন, ষষ্ঠ দফায় সব বুথে কেন্দ্রীয় বাহিনীর দাবি জানানো হয় গেরুয়া শিবিরের পক্ষ থেকে।