Rajib Ghosh– প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মিথ্যা কথা বলা অভ্যাস হয়ে গিয়েছে। 6 লক্ষ কৃষকের মধ্যে 2.5 লক্ষ কৃষকের ভেরিফিকেশন করে আমরাই পাঠিয়েছি। আর কি করতে পারি। আমরা চাই ভাগচাষী থেকে ক্ষেতমজুর সকলেই pm-kisan নিধির সুবিধা পাওয়া উচিত। যার এক কাঠা জমি আছে আমরা তাকেও কৃষক বন্ধুর সুবিধা দিই। সোমবার বিধানসভায় বাজেট প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হলদিয়ায় এসে রাজ্যে pm-kisan নিধি যোজনা চালু করতে না দেওয়ার কারণে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন। Modi-র কথায়, রাজ্যের প্রায় 25 লক্ষ কৃষক অনলাইনে pm-kisan নিধির জন্য আবেদন করেছেন। রাজ্য সরকার তাতেই চাপে পড়ে গিয়েছে। তখন তারা এই প্রকল্প রাজ্যে চালু করতে রাজি হয়েছে। তবে মাত্র 6 হাজার কৃষকের লিস্ট তারা তৈরি করতে পেরেছে। সেই কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস দেওয়া হয়নি। ফলে তাদের অ্যাকাউন্টে টাকা পাঠানো সম্ভব হচ্ছে না। এদিন CM মমতা বন্দ্যোপাধ্যায় PM নরেন্দ্র মোদির ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেইলস না পাঠানোর অভিযোগের বিষয়ে কিছু বলেননি। তবে বাজেট প্রসঙ্গে Mamata বলেন, রাজ্য বাজেট নিয়ে অনেকেই বলছেন রাজনীতি করা হচ্ছে। ভোটের ইশতেহার তৈরি করা হয়েছে। যদি তাই হয় ক্ষতি কি? সবই তো মানুষের জন্য। প্রসঙ্গত, ভোট অন অ্যাকাউন্ট পেশ করার পরে BJP সহ বিরোধীদলের নেতৃত্ব এই বাজেটের বিরোধিতা করেন। তাদের বক্তব্য ভোটের ইস্তেহার তৈরি করা হয়েছে। এই প্রসঙ্গে মমতা আরো বলেন, অনেকেই বলছেন রাজ্যে পরিবর্তন হবে। জেনে রাখুন ফের আমরাই ক্ষমতায় আসব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় 72 হাজার 200 কোটি টাকার প্রকল্প উদ্বোধন করবেন বলে জানান। তাতে বহু মানুষের কর্মসংস্থান হবে। PM Narendra Modi হলদিয়ায় বেশকিছু সরকারি প্রকল্পের উদ্বোধন করেন। সেখান থেকেই তিনি মমতার সরকারের বিরুদ্ধে সমালোচনা করেন। এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অভিযোগের জন্যই বিধানসভা থেকে Mamata Bandyopadhyay এই বক্তব্য পেশ করেন বলেই মনে করা হচ্ছে।