Rajib Ghosh– মিম বা আব্বাস সিদ্দিকীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের জোট হতে পারে। তাছাড়া মমতার সঙ্গে তাদের একটা ডিল হতে পারে। MIM বা Abbas Siddiki- কে দিয়ে সংখ্যালঘু ভোট কে এক জায়গায় করিয়ে TMC-র পক্ষে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে। মিম বা আব্বাস সিদ্দিকী TMC-র গেমপ্ল্যান। বিধানসভা নির্বাচনে BJP বিরোধী মহাজোটে এরা সকলেই রয়েছে। মালদহের দলীয় সভায় এই বক্তব্য রাখলেন BJP নেতা সায়ন্তন বসু। দলের জনসভায় যোগ দিয়ে বিজেপির সাধারণ সম্পাদক Sayantan Basu বলেন, রাজ্যে 22 লক্ষ ভোটার বেড়েছে। তার মধ্যে 5 লক্ষ রোহিঙ্গা রয়েছে। 2019 সালের লোকসভা নির্বাচনের পর সবচেয়ে বেশি ভোটার বেড়েছে 5 টি জেলায়। সেগুলি হল মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, দক্ষিণ 24 পরগনা এবং কোচবিহার। এই জেলাগুলি সীমান্তবর্তী। EC- কে বলা হয়েছে বাংলাদেশি ভোটারদের নাম বাদ দিতে হবে। সম্প্রতি TMC থেকে একাধিক MLA, MP গেরুয়া শিবিরে যোগদান করেছেন। ফের কেউ দলে যোগদান করতে পারেন কিনা সেই প্রসঙ্গে সায়ন্তন বলেন, Model Code of Conduct চালু হয়ে গেলে TMC সহ অন্যান্য দল থেকে অনেকেই BJP-তে যোগ দেবেন। মালদহ এবং দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ বিজেপির সঙ্গে আসবে। নির্বাচনী আচরণবিধি চালু হলে পুলিশ তৃণমূলের হয়ে কাজ করতে পারবে না। তখন দলে অনেকেই যোগ দেবেন। মালদা জেলা BJP-র দলীয় সাংগঠনিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন তিনি।