মধুকল্পিতা চৌধুরী : এনআরসি থেকে রাজীব কুমার, রাজ্যের সার্বিক পরিস্থিতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন সাংসদ তথা পলিট ব্যুরোর সদস্য মহম্মদ সেলিম। এদিন ক্যাম্পেন কলিং মিডিয়ার মুখোমুখি হয়ে এনআরসি প্রসঙ্গ নিয়ে নরেন্দ্র মোদি থেকে শুরু মমতা বন্দ্যোপাধ্যায়কেও কটাক্ষ করতে ছাড়লেন না তিনি। এমনকি দিল্লিতে মোদি মমতা বৈঠক নিয়েও কটাক্ষ ‌করতে ছাড়লেন না তিনি। এদিন মোদি-মমতার বৈঠক নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘‘মমতা ওখানে বলবেন রাজীবকে জমা নিয়ে নাও, ভাইপোর দিকে তাকিও না।’’
একদিকে রাজ্য বিজেপি নেতৃত্ব যখন দাবি করে চলেছেন, যে এরাজ্যে এনআরসি চালু হবে, ঠিক তখনই উল্টো দিকে এর বিরোধীতা করে চলেছেন তৃণমূল-কংগ্রেস-বামফ্রণ্ট। বিজেপি নেতাদের দাবি, এনআরসি চালু করে অনুপ্রবেশকারীদের দেশ থেকে সরানো হবে। তাহলে কেনই বা এর বিরোধীতা করছেন বিরোধীরা? এপ্রশ্নের উত্তরে এদিন মহম্মদ সেলিম জানান, ‘‘বিজেপি নেতা বলতে কে বলছেন? রাজ্য নেতা-জাতীয় নেতা-অসমের নেতা? এরা শতমুখে শত কথা বলছেন। মানুষকে দ্বিধাগ্রস্ত করার জন্য এসব বলা হচ্ছে।’’
তবে, এখানেই উঠে আসছে একটা বড়ো প্রশ্ন। অনুপ্রবেশকারীদের যদি এরাজ্য থেকে সরানো যায় তাহলে কি দেশের অর্থনীতি উন্নতির দিকে এগিয়ে যাবে না? ভারতের জনসংখ্যা অনেকটা নিয়ন্ত্রণে আসবে না? এবিষয়ে এদিন প্রাক্তন সাংসদ বলেন, ‘‘কেউই চায় না যে, অন্য দেশের মানুষ এদেশে এসে বাস করুক। এর জন্য নকল দেশপ্রেমিক সাজার কোনও মানে হয় না। কিন্তু এই অনুপ্রবেশকারীরা আসছে কোথা থেকে? বর্ডারে তো বিএসএফ রয়েছে পাহারায়, তাহলে এরা কি ভাবে এলো?’’
অপরদিকে এদিন তিনি রাজীব কুমার প্রসঙ্গেও মোদি-মমতাকে কটাক্ষ করেন। তাঁর প্রশ্ন, ‘‘কখনোও কোনও গোয়েন্দা প্রধানকে দেখেছো নিখোঁজ হয়েছে?’’