‘‘মমতা বন্দ্যোপাধ্যায় আগুন নিয়ে খেলছেন, বাঙলার যৌবন কখনও মাথা নত করেননি’’ বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযান প্রসঙ্গে বলতে গিয়ে এমনই বললেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। বাম ছাত্র যুব সংগঠনের নবান্ন অভিযানে পুলিশের লাঠিচার্জের বিরুদ্ধে এদিন সাংবাদিক সম্মেলন করেন প্রাক্তন সাংসদ মহম্মদ সেলিম। সাংবাদিক সম্মেলন থেকেই তিনি ফের সূর চড়ান তৃণমূল সুপ্রিমোর বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এরাজ্যে কোনও বড় বিনিয়োগ হয়নি বলেও দাবি করেন তিনি। তাঁর মতে,‘‘২০১১ থেকে আজ পর্যন্ত কোনও বড় বিনিয়োগ, শিল্প কারখানা এরাজ্যে হয়নি।’’
এখানেই থেমে থাকেননি তিনি। তৃণমূল সরকার এরাজ্যে সন্ত্রাস চালাচ্ছেন বলে ফের একবার অভিযোগ করেন তিনি। এই সন্ত্রাসের ফলেই এরাজ্যে কোনও বিনিয়োগ হচ্ছে না বলেও দাবি করেন তিনি। এদিন সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘‘আমাদের রাজ্যে এ শতাব্দীর গোড়ায় বিনিয়োগের সুযোগ হয়েছিল। তবে, আজকে যারা এরাজ্যে রাজত্ব চালাচ্ছেন তাঁরা নাটক করে ভাড়াটে লোকজন দিয়ে মস্তানি গুন্ডামি করে এখানকার শিল্পায়নের সুযোগকে হত্যা করেছিলেন আজকের মুখ্যমন্ত্রী।’’
এদিন মমতার বিরুদ্ধে সূর চড়াতে গিয়ে তিনি চিটফান্ড থেকে শুরু করে সিন্ডিকেটের প্রসঙ্গও টেনে আনেন। ‘‘সবাই চিটফান্ডে টাকা, সিন্ডিকেটের টাকায় মুরগীর ঝোল আর ডিম ভাত খাবার জন্য প্রস্তুত নয়।’’

https://youtu.be/RTLVkxR8CVY