নেতাজী বলেছিলেন ‘তোমরা আমায় রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব’, আর মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, ‘তোমরা আমায় দুটো বছর দাও আমরা তোমাদের ৫০ বছর দেব।’
বুধবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্টা দিবস উপলক্ষ্যে গান্ধী মূর্তির পাদদেশ থেকে রাজ্যের মানুষের উদ্দেশ্যে এই বার্তাই দিলেন তৃণমূল সুপ্রিমো তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজী দিয়েছিলেন স্বাধীন ভারত গড়ার ডাক। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় ৫০ বছরের বাংলা তৈরির সূর।
তবে, মমতা বন্দ্যোপাধ্যায় যে নেতাজীর সুরেই কথা বলেন একথা শুধু আমরা নয়, একথা স্বীকার করেছিলেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
বেশ কিছুমাস আগে কাটোয়ার এক জনসভায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, ‘নেতাজী বলেছিলেন, তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন‌ তোমরা আমায় ৪২ এ ৪২ দাও, আগামী দিনে তোমায় নতুন ভারতবর্ষ দেব।’
যদিও সেবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের ৪২-এ ৪২ পূরণ হয়নি। বরং তৃণমূলের রথকে থামতে হয়েছিল ২৪য়ে। তাই ২০১৯এর লোকসভা নির্বাচনের ফলাফলের পর বেশ কিছুটা হলেও অস্বস্তিতে তৃণমূল শিবির। ৪২-এ ৪২ না হওয়ায় আপাতত চিন্তার ভাজ পড়েছে তৃণমূল শিবিরে। সূত্রের খবর, তৃণমূলের সর্বস্তরের কর্মীদের চাঙা করতেই নাকি এখন ব্যস্ত তৃণমূল শিবির।
তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের প্রতিষ্টা দিবসের মঞ্চ থেকে তাই বন্দ্যোপাধ্যায় এই কথা বলেই দলীয় কর্মীদের চাঙা করতে চাইলেন। তবে, তার এই কথায় দল কতটা চাঙা হবে তা তো সময়ই বলবে। আগামী বিধানসভা নির্বাচনে আবারও কি মমতা ম্যাজিক ফিরতে চলেছে রাজ্যে নাকি গেরুয়া উত্থান হতে চলেছে এখন সেটাই দেখার বিষয়।