উর্দী পরে প্রকাশ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করলেন আইজি পশ্চিমাঞ্চল রাজীব মিশ্র। প্রণামের এই ঘটনা রাজ্যের ইতিহাসে তো দুরে থাক দেশের ইতিহাসে আগে কখনও ঘটেছে বলে মনে করতে পারবেন না অনেকেই। আর সেই ভিডিওই এখন ভাইরাল।
সূত্রের খবর, কয়েকদিন আগে পূর্ব মেদিনীপুরে প্রশাসনিক বৈঠক সারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধায়। বৈঠকের পর দীঘার সমুদ্র সৈকতে আরেক বরিষ্ট আইপিএস এবং রাজ্যের নীরাপত্তা অধিকর্তা বিনীত গোয়েলের জন্মদিন পালন করতে যান মমতা। সেই অনুষ্ঠানেই আবেগ আটকাতে না পেরে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে হাত দিয়ে প্রণাম সারেন রাজীববাবু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য প্রশাসনের একাধিক আমলা। উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী, সাংসদ শিশির অধিকারী।
মাত্র ৮ সেকেন্ডের এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই সরব নেটিজনেরা। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করেনি ক্যাম্পেন কলিং মিডিয়া।
মাত্র ৮ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে, এক টুকরো কেক প্রথমে বিনীত গোয়েলকে খাইয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর সেই টুকরোই রাজীব মিশ্রকে খাওয়ালেন মমতা। ব্যাস এরপরেই সটান মমতার পায়ে হাত দিয়েই প্রণাম সারলেন রাজীব মিশ্র। সামনে গুরুজনেরা থাকলে প্রণাম করাটা বাঙালির রীতি। এটা রীতিটা পারিবারিক হতেই পারে, কিন্তু একজন আইপিএস রাজ্যের মুখ্যমন্ত্রীকে এভাবে প্রণাম করতে পারেন কি?
অল ইন্ডিয়া সার্ভিস কনডাক্ট রুল অনুযায়ী, কর্তব্যরত পুলিশকর্মী এক জন সাংবিধানিক পদাধিকারীকে স্যালুট জানাতে পারেন। কিন্তু কোনও ব্যক্তির পায়ে হাত দিয়ে প্রণাম করতে পারেন না। যদি কেউ তা করেন তাহলে তা শাস্তিযোগ্য অপরাধ।
রাজ্যের একাধিক শীর্ষ পদাধিকারী পুলিশ কর্তার বক্তব্য, কর্তব্যরত কোনও পুলিশ কর্মীই মুখ্যমন্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করতে পারেন না।
তাহলে, এহেন কাজ হঠাৎ কেন করলেন রাজীব মিশ্র?
https://youtu.be/A9ASQH2gLSU