মধুকল্পিতা চৌধুরী : ‘‘আমরা অর্ধেক রুটি খেলে, আপনাদেরও অর্ধের রুটি খাওয়াবো’’ তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-এর সমাবেশে এমনই বললেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের এই সমাবেশ থেকে দলীয় কর্মীদের চাঙা করতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‘দলীয় কর্মীরা যদি সাহস দেখান, তবে আমি দুসাহস দেখাবো।’’ এদিন দলীয় কর্মীদের চাঙা করতে তিনি আরও বলেন, ‘‘আমি সাহসী লোকজনদের পছন্দ করি। আর যদি সাহস না দেখিয়ে ভয়ে গুটিয়ে যান, তাহল আমাকে পাশে পাবেন না।’’
বরাবরই মোদির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে এসেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। এমনকি দিল্লিতে মোদি-মমতা ও মমতা-অমিত শাহের বৈঠকের পরও তার কোনও পরিবর্তনই হল না। এদিনের এই সমাবেশের পরও রীতিমতো মোদির বিরুদ্ধে সূর চড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লির বিরুদ্ধে এদিন আক্রমণাত্মক সূরে তিনি বলেন, ‘‘সন্ত্রাসী উন্মত্ততার দানবীয় তাণ্ডব চলছে। লড়তে হবে ঐক্যবদ্ধ হয়ে।’’
অপরদিকে, এনআরসি প্রসঙ্গেও ফের একবার মোদি সরকারের বিরুদ্ধে সবর হন তিনি। এনআরসি প্রসঙ্গে কেন্দ্র সরকারের বিরুদ্ধে সূর চড়িয়ে তিনি বলেন, ‘‘নরেন্দ্র মোদি সরকার যা ইচ্ছে তাই করছে।’’ এখানেই থেমে থাকেননি তিনি। মোদির বিরুদ্ধে সূর চড়িয়ে এনআরসি প্রসঙ্গে এদিন তিনি আরও বলেন,‘‘বাংলায় আতঙ্কে মানুষের মৃত্যু হচ্ছে। কেউ ভয় পাবেন না। আমরা তো আছি নাকি। আমরা তো আর মরে যাইনি।’’
এমনকি ভোটার লিস্টে নাম না থাকলে ‘‘দিদিকেবলো’-তে ফোন করে অভিযোগ জানানোর কথাও বলেন তৃণমূল সুপ্রিমো। ‘‘ঘাড় ধরে নাম তোলাবো, নিজের জীবন নষ্ট করবেন না’’ ভোটার কার্ড ইস্যুতে এমনই বললেন তিনি।
https://youtu.be/nvo7OBvP7uI