‘আমরা ওর পরিবারের সঙ্গে কথা বলেছি ওরা চায় শাস্তি হোক। খুনিদের ক্ষমা করা নয়। সিআইডি আমার সঙ্গে আছে। এখানের কমিশনার আছেন’ নিমতায় নিহত তৃণমূল কর্মীর পরিবারের সঙ্গে দেখা করার পর এমনি বললেন তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এখানেই থেমে থাকেননি তিনি। এদিন তিনি বলেন, ‘কাউকে টাকা দিয়ে খুন করানো খুব সহজ। কারা চক্রান্ত করেছে সেটা আমাদের খুঁজে বার করতে হবে।’ বিজেপির বিরুদ্ধে সূর চড়িয়ে এদিন তিনি আরও বলেন, ‘এখানে খুন করছে অথচ দিল্লিতে গিয়ে বলছে বিজেপি কর্মী খুন হয়েছে। বিজেপি জেতার পরেই সন্ত্রাসের চিতা জ্বলছে সর্বত্র।’
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফলের পরই বিজেপিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন নিহত তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েও একই ভাবে বিজেপিকে আক্রমণ করলেন তিনি।