Rajib Ghosh– লোকসভা নির্বাচনে রাজ্যে 20 টি আসন পাব বলেছিলাম। বাংলার মানুষ 18 টি আসন দিয়েছেন। দিদি ভয় পেয়ে গিয়েছেন। এখন সিট খুঁজছেন। একটা আসনে দাঁড়ানোর সাহস না করে দুটো আসনে দাঁড়াতে চাইছেন। কোচবিহারের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশ্যে এই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের TMC-র যথেষ্ট খারাপ ফলাফল হয়। BJP-র নির্বাচনী ফলাফল ভালো হয়েছিল। উত্তরবঙ্গের অধিকাংশ আসনে জয়ী হয়েছিল BJP কোচবিহারের রাজনীতিতে বোমা গুলির লড়াই রয়েছে। পঞ্চায়েত নির্বাচনে সেই ধরনের লড়াই দেখা গিয়েছিল। বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে অধিকাংশ আসনেই জয় চাইছে বিজেপি। তাই এদিন কোচবিহারের সভা থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী Amit Shah রাজবংশীদের একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন। তিনি বলেন, পরিবর্তন যাত্রা শুধু MLA বদলে নতুন MLA বা মন্ত্রী বদলে বিজেপির মন্ত্রী আনার জন্য নয়। বাংলার সম্পূর্ণ পরিস্থিতির পরিবর্তনের লক্ষ্যে এই যাত্রা। বিজেপিকে একবার ক্ষমতায় আনুন। কথা দিচ্ছি মানুষ তো দূরের কথা একটা পাখিও অনুপ্রবেশ করতে পারবে না। রাজবংশী সংস্কৃতিকে বাম কংগ্রেস তৃণমূল উপেক্ষা করেছে বলে অভিযোগ তার। অমিত শাহ বলেন, বাংলায় BJP ক্ষমতায় এলে 500 কোটি টাকা খরচ করে রাজবংশী সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করবে। 250 কোটি টাকা খরচ করে ঠাকুর পঞ্চানন বর্মার স্মারক ও মূর্তি তৈরি করবে BJP সরকার। তার সঙ্গে মদনমোহন মন্দির থেকে পঞ্চানন বর্মার জন্মস্থান পর্যন্ত টুরিস্ট সার্কিট তৈরি করার প্রতিশ্রুতি দিয়েছেন অমিত শাহ। তিনি আরো বলেন, মুঘলদের বিরুদ্ধে লড়াই কে সম্মান জানাতে আধাসামরিক বাহিনীতে তৈরি হয়েছে নারায়নী ব্যাটেলিয়ান। এদিন রাজবংশীদের জন্য একগুচ্ছ গুরুত্বপূর্ণ ঘোষণা করলেন অমিত শাহ।