মূর্তি ভাঙা প্রসঙ্গে এবারে সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ তুললেন বিজেপির সংখ্যালঘু মোর্চার রাজ্য সেক্রেটারি কাশেম আলি। এদিন ক্যাম্পেন কলিং মিডিয়ায় এক সাক্ষাতকারে তিনি বলেন, ‘আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মূর্তি ভেঙেছেন’। বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন কাশেম আলি। এদিনও তার ব্যতিক্রম হলনা। এদিন মূর্তি ভাঙা প্রসঙ্গে তিনি আরও বলেন, ‘বাংলায় এমন একটা শাসন ব্যবস্থা আছে যার মূল কাণ্ডারি মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরণায় ধেরে খোকা গুলো তখন লুঙ্গি পরে রাত সাড়ে আটটার সময় নিশ্চিত রূপে ক্লাস করছিল না?’
মূর্তি ভাঙার পাশাপাশি এদিন কাশেম আলি বেশ কিছু তৃণমূল নেতা-মন্ত্রীদের বিজেপির সঙ্গে যোগ রাখার জল্পনাও আরও উস্কে দেন। এদিন তিনি বলেন, ‘তৃণমূলের নেতামন্ত্রীরা পাঁচিলের ওপর দাঁড়িয়ে আছে। ২৩ তারিখের পর সব ঝপ ঝপ করে বিজেপিতে যোগ দেবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, তৃণমূলের বেশ কিছু নেতা মন্ত্রীরা বিজেপির সঙ্গে যোগাযোগ রাখছেন এসম্পর্কে এর আগেও দাবি করেছেন বিজেপি নেতা মুকুল রায়। তিনি বলেন, তৃণমূলের ৪০জন বিধায়ক তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। অপরদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দাবি করেন, তৃণমূলের কমপক্ষে ১০০জন নেতা-মন্ত্রী তাঁদের সঙ্গে যোগাযোগ রাখছেন। ঠিক কত জন যোগাযোগ রাখছেন তা সম্পর্কে স্পষ্ট ধারণা এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তবে, কাশেম আলির এই মন্তব্যে এবিষয় আরও উস্কে গেল বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।