মমতা বন্দ্যোপাধ্যায়ের ইভিএম কারচুপির অভিযোগের জবাব দিলেন বিজেপি নেতা তথা রাজয় বিজেপির পর্যবেক্ষক কৈলাশ বিজয়বর্গী। এদিন বিজেপির সাংগঠনিক বৈঠকের পর কৈলাশ বিজয়বর্গী দাবি করেন, ‘মমতা ভোটে জিতলে ইভিএম ভালো। আর হারলেই সব দোষ ইভিএমের।’ এমনকি মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য চালানোর বিষয়েও প্রশ্ন তোলেন তিনি। তাঁর মতে, তিনি যেভাবে রাজ্য চালাচ্ছেন তাতে ২০১৯পর্যন্ত এ সরকার থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর এই প্রথম সাংগঠনিক বৈঠক করেন রাজ্য বিজেপি নেতৃত্ব। মহারাষ্ট্র নিবাসে রাজ্য বিজেপির অভ্যন্তরীণ বৈঠকে যোগ দেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। বৈঠকে উপস্থিত ছিলেন রাজয় বিজেপি সভাপতি দিলীপ ঘোষ, প্রাক্তন সভাপতি রাহুল সিনহা, সাধারন সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় সহ বিজেপির সদ্য বিজয়ী প্রার্থীরাও।