২৫ শে বৈশাখ মানে বাঙালিদের জীবনে এক অন্য রকম ছোঁয়া। মহাশূণ্য থেকে ভেসে আসে এক মধুর সুর আর সেই সুর আমাদের বাঙালিদের খুবই পরিচিত। যতদিন মানব সভ্যতা বিরাজ করবে ততদিন বাঙালিদের মনের মধ্যে ২৫শে বৈশাকয়ের শিখরটা জড়িয়ে থাকবে। প্রজন্মমের পর প্রজন্ম ধরে এই ঐতিহ্য আপামর বাঙালি জাতি ধরে রাখবে। সেই বাঙালি আজ ১৫৮ তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে পালন করা হচ্ছে রবিময়। ভোর থেকেই বাঙালিরা ভিড় জমিয়েছে বাংলা সংস্কৃতিকে ও কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরকে শ্রদ্ধা জানাতে। শুধু জোড়াসাঁকো নয় সারা বাংলা জুড়ে এই উৎসব পালন করা হচ্ছে। যে মাটিতে এমন এক মানুষের জন্ম সেই মাটিকে শতকোটি প্রণাম। এইসব তোমারই জন্য, তোমায় শরণ করতে। রাজ্যে এখন ভোটার হাওয়া সঙ্গে তীব্র গরমকে উপেক্ষা করে আজ সারাদিন রবীন্দ্রনাথের গান নিয়ে কাটাবে বাঙালি। এই দিনটা ফিরে আসে প্রতিবছর আর বাঙালি মেতে ওঠে রবীন্দ্রনাথের গান, কবিতা নিয়ে। আজ এই মনোরম পরিবেশে উপস্থিত ছিলেন তাঁকে শ্রদ্ধাঞ্জলি জানেতে ববি হাকিম, মালা রায়, কনীনিকা সহ বিশিষ্ট ব্যক্তিরা ও শিল্পী জগতের অনেক গুণিজনেরা।
Sign in
Welcome! Log into your account
Forgot your password? Get help
Password recovery
Recover your password
A password will be e-mailed to you.