‘আমরা কাউকে ভাঙাতে যাচ্ছিনা, কেউ যদি দলে আসতে চায় না বলবো না।তবে পার্টির ইমেজের সঙ্গে যার ইমেজ মিলবে তাঁকেই আমরা নেব’ বৃহস্পতিবার নদিয়ার রানাঘাটে এসে এই কথাই বললেন বিজেপির রাজ্য সভাপতি তথা সদ্য নির্বাচিত সাংসদ দিলীপ ঘোষ। এদিন রানাঘাটের দলীয় কার্যালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ বাবু বলেন, ‘পঞ্চায়েত ভোটে লোককে ভোট না দিতে দিয়ে জেতা হয়েছে। যারা অন্যায় ভাবে জিতেছেন, তাঁরাও অপরাধের গ্লানিতে ভুগছেন। তাঁরা বুঝতে পারছে এটা ঠিক হয়নি,তাদের মধ্যে বহু লোক বিজেপিতে যোগ দিতে চাইছেন।’ এদিন ‘জয় হিন্দ’, ‘জয় বাংলা’ প্রসঙ্গে দিলীপ বাবু বলেন,’জয় শ্রী রামের কোনো বিকল্প হয়না।কেউ জয় হিন্দ বলুক,আমাদের আপত্তি নেই।জয় শ্রীরাম সাধারণ মানুষ বলছে। মাঠে ঘাটে রাস্তায় জয় শ্রীরাম বলছে,তারা সবাই বিজেপি করে না। এটা এখন সাধারন সমাজ,সাধারণ মানুষের উচ্ছাস। আর সাধারণ মানুষের উচ্ছাস থামানো যায়না।’