এবারে সুদিন ফিরে এলো ডাকঘরে, সৌজন্যে ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হিন্দ’। শুনতে অবাক লাগলেও রাজনৈতিক মহলের একাংশ কিন্তু এখন একথাই বলছেন। ইমেল-হোয়াটস অ্যাপের যুগে যখন ডাকবক্স গুলো জীর্ণ অবস্থায় পড়েছিল, ঠিক তখনই ‘জয় শ্রী রাম’ ও ‘জয় হিন্দের’ চিঠি পাঠানোয় তাতে কিছুটা হলেও উজ্জিবিত করলো তা বলাই বাহুল্য।
এবারে আসা যাক আসল ঘটনায়। শুরুটা হয়েছিল বিজেপি নেতা ‌অর্জুন সিংয়ের হাত ধরে। একদা তৃমমূলের এই দোর্দন্ড প্রতাপ নেতা বিজেপিতে যোগ দেন লোকসভা ভোটের আগেই। এরপর বিজেপিতে যোগ দিয়েই তিনি ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে জয় লাভ করেন। এরপর ‘জয় শ্রী রাম’ লিখে তিনিই প্রথম চিঠি পাঠান রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। এবারে তার পাল্টা জবাব দিল তৃণমূল কর্মী সমর্থকেরা। ‘জয় হিন্দ’ ও ‘জয় বাংলা’ লিখে চিঠি পোস্ট করলেন সোজা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাড়ির ঠিকানা।
রাজনীতির ময়দানে অভিযোগ পাল্টা অভিযোগের পালা চলতেই থাকে। এমনকি প্রতিপক্ষকে নানান ভাষায় কটাক্ষ করতেও ছাড়েন না কেউ। তবে, এবারের এই চিঠির লড়াই রাজনীতির ময়দানে নতুন খেলা বলেই মনে করছেন অনেকেই।