ওয়েব ডেস্ক :
তৃণমূল যদি গুন্ডামি না করে, পুলিশ যদি তৃনমূল কে গুন্ডামি করতে সাহায্য না করে, কমিশন যদি নির্বিগ্নে ভোট করায় তাহলে আমি নিশ্চিত জিতব।“ ভাঙড়ে ভোট প্রচারে এসে এমনটি জানালেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য।
এদিন সকাল ৯টা থেকে এলাকা ঘুড়ে ভোট প্রচার করলেন বিকাশবাবু। ভাঙড়ের বামনঘাটা বাজারে দলীয় কর্মীদের নিয়ে পায়ে হেঁটে প্রচার করেন তিনি। সব্জীবাজার ও মাছ বাজারে উপস্থিত সাধারন ক্রেতা বিক্রেতাদের সাথে জনসংযোগ করেন তিনি। এদিন প্রচার সেরে তিনি সাংবাদিকদের বলেন, ভাঙড়ের জেতার ব্যাপারে আমি আশাবাদী । ভাঙড়ে আরাবুল যদি গুণ্ডামি করে তাহলে আমরা তার প্রতিরোধ করবো বলে দাবি করেন বিকাশবাবু ।এদিন বামনঘাটা বাজারে সব্জি বিক্রেতা থেকে শুরু করে মৎস্য বিক্রেতা সবার সাথে যোগাযোগ করেন। পাশাপাশি পথ চলতি সাধারণ মানুষের সঙ্গে জন সংযোগের কাজ করেন বিকাশ বাবু।