ওয়েব ডেস্ক :
নিউজিল্যান্ডের মসজিদে জঙ্গি হামলায় মৃত কমপক্ষে ৪৯। আহত কমপক্ষে ২০ জন। ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের মধ্যে একজন অস্ট্রেলিয়ার নাগরিক বলে জানা গিয়েছে। অল্পের জন্য রক্ষা বাংলাদেশ ক্রিকেটাররা।
নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডেন ঘটনায় শোক প্রকাশ করেছেন। নিউজিল্যান্ডের ইতিহাসে এটি একটি কালো দিন বলেও জানান তিনি। ধৃতদের মধ্যে একজন নিউজিল্যান্ডের বাসিন্দা রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী জেসিন্ডা অরডেন।
স্থানীয় সূত্রের খবর, শুক্রবার সকালে জুম্মার নামাজ পড়ার জন্য ক্রাইস্টচার্চের হেগলে পার্কের মসজিদে সামিল হন কমপক্ষে ২০০ জন মানুষ। স্থানীয় বাসিন্দাদের দাবি, সে সময় আচমকাই চার বন্দুকবাজ এলোপাথারি গুলি চালাতে শুরু করে।