কথায় আছে ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত। ঠিক সেরকমই কাশফুল বা শিউলি ফুল ফুটুক আর না ফুটুক ক্লাবে ক্লাবে খুঁটি পুজো জানান দিচ্ছে ‘মা দুগ্গা’র আসতে আর বেশিদিন নেই। আর তারই তোড়জোড় শুরু করে দিয়েছে বড়ো বড়ো ক্লাবগুলো। পিছিয়ে নেই ‘হিন্দুস্থান পার্ক সর্বজনীনও’। রবিবার সাড়ম্বড়ে এই ক্লাবে হয়ে গেল খুঁটিপুজো। উপস্থিত ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়, চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন টলি পাড়ার ঋষি মুখার্জী, সোনালী চোধুরী, সঙ্ঘশ্রী সিনহা, জয়দেব রায়, রেজওয়ান, অভিষেক রায়। এদিনের খুঁটি পুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী শ্রাবণী সেনও।
৮৯বছরে পা রাখলো ‘হিন্দুস্থান পার্ক সর্বজনীন’। এবারে তাঁদের ভাবনা ‘নবরসা’। অর্থ্যাৎ মানুষের ভাব প্রকাশের ৯টি ধরণ প্রস্ফুটিত করে তুলতে চলেছেন তাঁরা।

পুজো কমিটির সম্পাদক সুতপা দাস জানান, ‘‘এবছরে আমাদের ভাবনা ‘নভরসা’ দর্শকের মনে জায়গা করে নেবে।’’
পুজো কমিটির সাংস্কৃতিক কমিটির সদস্য রাই চৌধুরী বলেন, ‘‘আমাদের পাড়ার পুজোয় যে সমস্ত বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন তাঁদের আন্তরিক অভিনন্দন জানাই। আমাকে চেনেন বলে যে তাঁরা এসেছেন, এমনটা নয়। ভালোবেসেই তাঁরা এখানে এসেছেন।’’