দীপান্বিতা সাধুখাঁ :
ওড়িশায় আছড়ে পড়ার পর এর গতিবেগ কিছুটা কমলেও তা ঘণ্টায় ১০০ থেকে ১১৫ কিলোমিটার বেগে রাজ্যে আঘাত আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই তিন ঘন্টার বেশি সময় ধরে ওড়িশায় ফণির তাণ্ডবে বিধস্ত। ঠিক এইভাবেই আছড়ে পড়েছিল আয়লাও।পুরীতে ফণী আছড়ে পড়ার সঙ্গে সঙ্গে দীঘা, মন্দারমনি ও কলকাতা সহ বিভিন্ন জায়গায় চলছে ভারী বর্ষণ। শুক্রবার দুপুরে ওডিশা উপকূলে ঘণ্টায় প্রায় ২০৫ কিলোমিটার গতিতে আছড়ে পড়ার কথা ফণীর। এরপর সেটির অভিমুখ হবে পশ্চিমবঙ্গের দিকে। ওডিশায় আছড়ে পড়ার পর এর গতিবেগ কিছুটা কমলেও তা ঘণ্টায় ১০০ থেকে ১১৫ কিলোমিটার বেগে রাজ্যে আঘাত হানতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ফণীর আঘাত আয়লার স্মৃতি ফিরিয়ে আনতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গত এক দশকে তেমন শক্তিশালী ঘূর্ণিঝড়ের সম্মুখীন হতে হয়নি এ রাজ্যকে। বেশির ভাগই তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ এবং ওড়িশার ওপর দিয়ে বয়ে গিয়েছে। ২০০ কিলোমিটার গতিবেগে আছড়ে পড়তে চলেছে সাইক্লোন ফণী। পরিস্থিতির ওপর নজর রাখতে ও খবর দিতে কন্ট্রোল রুম খুলেছে সরাস্ট্রমন্ত্রক। সেনাবাহিনী, নৌবহিনী, বিমানবাহিনী সহ বিভিন্ন সংস্থা পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে।ওড়িশা ও বাংলায় এই ঝড়ের তাণ্ডবে ইতিমধ্যেই স্কুল, কলেজে ছুটি ঘোষণা হয়ে গিয়েছে। ঝড়ের গতিবেগ ১৫০ থেকে শুরু করে ২১০ পর্যন্ত হয়ে যাবে।