নিজস্ব সংবাদদাতা: ভুয়ো ব্যাঙ্ক ড্রাফট দিয়ে গাড়ি হাতিয়ে নেওয়ার প্রতারণা চক্রের শিকার হলেন উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের এক গাড়ি বিক্রেতা। বিক্রি করা গাড়ি নিতে এসে হাতেনাতে ধরা পড়ল ওই চক্রের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিও।
জানা গিয়েছে, বারাসাতের বাসিন্দা সুপ্রিয় ঘোষ ‘ওএলএক্স’ নামক একটি সোশ্যাল অ্যাপলিকেশনে একটি গাড়ি ১১ লক্ষ টাকার বিনিময়ে বিক্রির জন্য বিজ্ঞাপন দেন। সেই গাড়ি কেনার জন্য তিনি এক ব্যক্তিকেও খুঁজে পান। তার সাথে যোগাযোগ হলে ১০ লক্ষ ৯৫ হাজার টাকার বিনিময়ে গাড়ি বেচতে রাজি হন সুপ্রিয়।
তিনি ওই ক্রেতার কাছে ব্যাঙ্ক ড্রাফটের মাধ্যমে গাড়িটি বিক্রি করতে রাজি হন। ব্যাঙ্ক ড্রাফটের অগ্রিম ছবি চান এবং ক্রেতা সেটি তাকে দিলে তিনি সেটা ব্যাঙ্কে যাচাই করতে পাঠান। সংশ্লিষ্ট ব্যাঙ্ক তাকে জানায়, সেটি সম্পূর্ণ ভুয়ো ব্যাঙ্ক ড্রাফট।
এরপর দুইজন ব্যক্তি সুপ্রিয়র কাছে আসেন এবং তাকে ব্যাঙ্ক ড্রাফটের হার্ডকপিটি দেন। তখন তিনি তাদের সরাসরি বলেন এই ব্যাঙ্ক ড্রাফটটি সম্পূর্ণ ভুয়ো। তৎক্ষনাৎ সুপ্রিয় বাবু বারাসাত থানায় জানান এবং পুলিশ এসে ওই দুই ব্যক্তিকে গ্রেপ্তার করে।
তাদের সাথে এই চক্রে আর কারা কারা যুক্ত রয়েছে, তা তদন্ত করে দেখছে বারাসাত থানার পুলিশ।